লিডস, 6 জুলাই : আজ বিশ্বকাপের "রাউন্ড লেগ"-এর শেষ ম্যাচে লিডসের হেডিংলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের সেমিফাইনাল যাওয়া পাকা হয়ে গিয়েছে, তবে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত । ফলে দুই দলের কাছে এই ম্যাচের গুরুত্ব দুই রকম ।
ভারত যদি আজ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তবে টেবল টপার হয়ে সেমিতে পৌঁছাবে কোহলিরা । সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি হবে টেবিলে 4 নম্বরে থাকা নিউজিল্যান্ড।
এদিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আয়োজক ইংল্যান্ড ।
কিন্তু আজ ভারত যদি হারে বা অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে বদলে যাবে সেমিফাইনালের সমীকরণ । অস্ট্রেলিয়া জিতলে তারা রাউন্ড রবিন শেষ করবে শীর্ষে থেকে । সেমিতে তখন তাদের নামতে হবে 4 নম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে । এদিকে দ্বিতীয় স্থানে থেকে ভারত মুখোমখি হবে ইংল্যান্ডের ।
শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটা হারানো সম্মান কিছুটা পুনরুদ্ধারের ম্যাচ । চলতি বিশ্বকাপে তাদের আর কিছু হারানোর নেই । ভারতকে হারাতে পারলে লঙ্কানরা সেমিতে পৌঁছানো দুই দলকে হারানোর তৃপ্তি নিয়ে দেশে ফিরতে পারবে । যদিও সেই সম্ভাবনা কম বলেই স্বীকার করেছেন খোদ লঙ্কা শিবিরের অভিজ্ঞ সেনা লসিথ মলিঙ্গা ।
নক আউট পর্বের আগে আজ শেষবার দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী । দলে কয়েকটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । দীনেশ কার্তিকের বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা । বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সামিকে ।
বিশ্বকাপে এখনও পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী । তিনবার জিতেছে ভারত । এর মধ্যে রয়েছে 2011 বিশ্বকাপের ফাইনাল । 2011 সালের 3 এপ্রিল ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত । 4 বার জিতেছে শ্রীলঙ্কা। এর মধ্যে রয়েছে 1996 সালের বিশ্বকাপের বিতর্কিত সেমিফাইনাল । সেবার সেমিতে ইডেন গার্ডেন্সে দর্শকদের বিক্ষোভে খেলা বন্ধ হয়ে যায় । গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লঙ্কানরা।
ইংল্যান্ডে 1979 ও 1999 সালের বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা । 1979 সালে ভারতকে তারা 47 রানে হারিয়েছিল । 1999 বিশ্বকাপে ভারত বদলা নিয়েছিল । 1999 সালের 26 মার্চ বিশ্বকাপের ম্যাচে টনটনে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্গা। এই ম্যাচে 183 করেছিলেন সৌরভ গাঙ্গুলি । রাহুল দ্রাবিড় করেছিলেন 145 । সৌরভ ও রাহুল দ্বিতীয় উইকেটে 318 রানের পার্টনারশিপ করেছিলেন । যা সেই সময়ের সেরা । এই ম্যাচে শ্রীলঙ্কাকে 157 রানে হারিয়ে দেয় ভারত ।
সাম্প্রতিক কালে ভারতের বিরুদ্ধে সময়টা ভাল যাচ্ছে না লঙ্কানদের। একটা সময় রণতুঙ্গা-জয়সূর্য-ডি সিলভারা ভারতকে বেশ বেগ দিতেন । তবে তা এখন অতীত । বর্তমানের অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা , করুণারত্নেরা ভারতের সামনে এলেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন । তার উপর রয়েছ হিটম্যান রোহিতের আতঙ্ক । তাদের বিরুদ্ধে দু-দুটো ডাবল সেঞ্চুরি করা রোহিতই লঙ্কানদের ত্রাস । 2014 সালের 13 নভেম্বর ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে 264 রান করেছিলেন । শ্রীলঙ্কা এই ম্যাচে করেছিল 251 । অর্থাৎ এই ম্যাচে শ্রীলঙ্কা রোহিতের কাছে 13 রানে ও ভারতের বিরুদ্ধে 153 রানে হেরেছিল ।