পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হিটম্যানের ব্যাটে ভর করে লর্ডসের ব্যালকনিতে দাঁড়ানোর স্বপ্ন দেখা শুরু কোহলিদের - ICC Cricket World Cup 2019

লোকেশ রাহুল ও রোহিত শর্মার জোড়া সেঞ্চুরির সৌজন্যে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল ভারত ।

বিরাট ও রোহিত

By

Published : Jul 6, 2019, 11:45 PM IST

Updated : Jul 6, 2019, 11:52 PM IST

লিডস, 6 জুলাই : আশঙ্কা ছিল তাঁর ফর্ম নিয়ে । যোগ্যতা নিয়ে নয় । আর বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে সেই লোকেশ রাহুল বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া । শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু শতরানই করলেন না, সেমিফাইনালে ওঠা ভারতীয় দলের শেষ চিন্তার ভাঁজটাও মুছে দিলেন তিনি । আর তাঁর পার্টনারের কথা তো বলার দরকারই নেই । রোহিত হিটম্যান শর্মার স্বপ্নের বিশ্বকাপ যেন আরও স্বপ্নময় । শতরান করলেন । সঙ্গাকারার রেকর্ড ভাঙলেন । ঘারে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন সচিন রমেশ তেন্ডুলকরের । লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হেলায় হারানোই শুধু নয়, লন্ডনের মাঠে নামতে তারা যে প্রস্তুত, তাও স্পষ্ট হয়ে গেল ।

আজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা । কিন্তু প্রথম থেকেই দিনটা ছিল টিম ইন্ডিয়ার । বল হাতে দাপট শুরু হল বুমরার । গোটা গ্যালারি তখন বুম বুম ধ্বনিতে ভরে গেছে । শ্রীলঙ্কার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তাই নয়, 10 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট নিজের খাতায় পুড়লেন । শততম উইকেটটি নিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা সিমারটি বুঝিয়ে দিলেন সেমিফাইনালে বিপক্ষের আতঙ্কের কারণ কেন তিনি ।

তবে কিছুটা হলেও আশঙ্কা থেকে গেল ভুবনেশ্বর কুমারের ফর্ম নিয়ে । চোট সারিয়ে ভুবি মাঠে ফিরেছেন ঠিকই, কিন্তু মনে খচখচানিটা থেকেই গেল । শ্রীলঙ্কার মতো কার্যত ক্লাবস্তরের ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে 10 ওভারে 73 রান দিয়ে কোহলির কপালে ভাঁজটা ফেলেই রাখলেন । আবার অধিনায়কের অতি পছন্দের কুলদীপও কিন্তু বেশ কিছুটা রান খরচ করলেন । সেমিফাইনালের প্রস্তুতি হিসেবেই এই ম্যাচটিকে বেছেছিলেন বিরাট-শাস্ত্রীরা । দু-একটা পরিবর্তন এনেছিলেন । দেখে নিতে চেয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে । ভারতীয় বোলারদের কথা বলার ফাঁকে বলতেই হবে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের কথা । শতরান করে দলের স্কোরকে ভদ্রতা দিয়েছেন তিনিই ।

সেঞ্চুরি করে উচ্ছ্বাস রোহিত শর্মার

এবার বাকি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কারসাজি । প্রারম্ভিক জুটি নিয়ে অনেকেই ভ্রু কোঁচকাচ্ছিলেন এতদিন । সমালোচকরা লোকেশ রাহুলের উপস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন । আজকের ম্যাচটিকে সবকিছুর জবাব দেওয়ার জন্য বেছেছিলেন রাহুল । সেমিফাইনালের আগে রাহুলের 111 রানের ইনিংস কোহলিরদের বড় স্বস্তি দিল । আর রো-হিটকে নিয়ে কোনও কথাই হবে না । স্বপ্নের বিশ্বকাপে পঞ্চম শতরান এল তাঁর ব্যাট থেকে । শতরানের পর যেভাবে স্ত্রী ঋতিকার দিকে ব্যাট তুললেন তাতে বোঝা গেল সত্যিই চ্যালেঞ্জ জিতেছেন তিনি । সন্তানকে কোলে নিয়ে স্ত্রী ঋতিকাও উচ্ছ্বসিত । আর হবেন নাই বা কেন ? হিটম্যানের আগে তো কেবল লিটল মাস্টার । রোহিত পঞ্চম শতরান করলেন, বিশ্বরেকর্ড গড়লেন । আর রেকর্ড যার নামের সঙ্গে সমার্থক তিনিই বা পিছিয়ে থাকেন কেন ? সচিন-সৌরভের পর তৃতীয় ভারতীয় হিসেবে হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট । তবে শেষ পর্বে এসে একটা খোঁচা থেকেই গেল । রান পেলেন না ঋষভ পন্থ ।

এই সংক্রান্ত আরও খবর :পঞ্চম শতরান রোহিতের, ছুঁলেন সচিনকে

এবার লক্ষ্য সেমিফাইনাল । সফল হতেই হবে তাঁদের । সেই যুদ্ধ জয়ের পর ফাইনাল । যেভাবে তাঁদের বিশ্বকাপের দৌড় চলছে তাতে লর্ডসের ব্যালকনিতে কপিলের উত্তরসূরিদের কাপ হাতে দেখা না গেলে সেটাই হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ।

ম্যাচ জিতে মুখে চওড়া হাসি বিরাটের
Last Updated : Jul 6, 2019, 11:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details