পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

11 বছর আগের স্মৃতিচারণে উইলিয়ামসনকে খোঁচা বিরাটের - kane williamson

আজ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়কের উদ্দেশে বিরাট বলেন, "আগামীকাল কেনের সঙ্গে দেখা হলে আমি ওকে 11 বছর আগে কী হয়েছিল তা মনে করিয়ে দেব ।"

11 বছর আগে

By

Published : Jul 8, 2019, 5:11 PM IST

Updated : Jul 8, 2019, 8:31 PM IST

ম্যাঞ্চেস্টার, 8 জুলাই : আগামীকাল ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড । সেই ম্যাচের আগেই 11 বছর আগের স্মৃতিচারণে কেন উইলিয়ামসনকে খোঁচা বিরাট কোহলির । আজ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কিউয়ি অধিনায়কের উদ্দেশে বিরাট বলেন, "আগামীকাল কেনের সঙ্গে দেখা হলে আমি ওকে 11 বছর আগে কী হয়েছিল তা মনে করিয়ে দেব ।"

11 বছর আগে আরও একটি বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজ়িল্যান্ড । তখনও দুই দেশের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন । কুয়ালালামপুরে 2008 অনুর্ধ্ব-19 বিশ্বকাপ সেমিফাইনালের পর 2019 বিশ্বকাপের সেমিফাইনাল । সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত । সেবার চ্যাম্পিয়নও হয় ভারতীয় যুব দল ।

11 বছর আগে উইলিয়ামসনের বিরুদ্ধে জয়ের স্মৃতির পাশাপাশি কোহলি বলেন, "বর্তমানে আমাদের দু'দেশেরই বিশ্বকাপ দলে সেই ম্যাচে খেলা অনেক ক্রিকেটার আছে । 11 বছর আগে দাঁড়িয়ে ভাবতেও পারিনি যে আমরা নিজেদের দেশের হয়ে সিনিয়র পর্যায়ে খেলতে পারব ।"

এদিকে আগামীকালের ম্যাচ প্রসঙ্গে বিরাট বলেন, "যেই দল বেশি সাহসিকতার সঙ্গে খেলতে পারবে তাদেরই কাল জেতার সম্ভাবনা বেশি । সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কালকে । দুটো দলই ভালো খেলেছে বলেই সেমিফাইনালে পৌঁছেছে । গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ড ফাইনাল খেলেছিল । ওরা নকআউটে খেলার চাপটা বোঝে । তবে আমরাও তৈরি ।"

Last Updated : Jul 8, 2019, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details