ম্যানচেস্টার,9 জুলাই : 46.1 ওভার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । এর আগে আজ টসে জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি নিউজ়িল্যান্ডের । বুমরা-ভুবির দাপটে কিউইদের প্রথম রান আসে ইনিংসের 17তম বলে । ধীর গতিতে রান করায় চাপে পড়ে কিউইরা । আর রানরেট বাড়াতে মারতে গিয়ে ব্যক্তিগত 1 রানেই আউট হন মার্টিন গাপ্টিল । উইকেটটি নেন বুমরা । তার পরে হেনরি নিকোলসকে আউট করেন জাদেজা ।
এর পর শুরুর এই ধাক্কা সামলে উঠতে নিউজ়িল্যান্ডকে আবারও ভরসা রাখতে হয় তাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের উপর । অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজ়ে টেকেননি উইলিয়ামসন । তাঁকে সঙ্গত দিচ্ছিলেন রস টেইলর । চহ্বালের বলে উইলিয়ামসন আউট হলে নিশাম ও গ্র্যান্ডহোমের সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে দলকে টানেন টেইলর ।
আজ ভুবি-বুমরার উপরেই ভরসা রাখলেন বিরাট কোহলি । ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে দলে নেওয়া হল দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজাদের । আশ্চর্যজনকভাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালে দলের বাইরে কুলদীপ যাদব । আজ, ম্যানচেস্টারে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ।