পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা বেশি রেগে নেই : কেন উইলিয়ামসন - world cup

উইলিয়ামসন বলেন, "আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই ।

কেন উইলিয়ামসন

By

Published : Jul 11, 2019, 1:43 AM IST

ম্যাঞ্চেস্টার, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ভারতকে । দুই দিন ধরে চলা সেমিফাইনাল ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত হারে হতাশ ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী ।

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকরা কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রশ্ন করেছিলেন, "ভারতের প্রায় 100 কোটি ক্রিকেটপ্রেমী হতাশ । তারা এখন শোকগ্রস্ত এবং সম্ভবত আপনার টিমের উপর রেগেও আছেন । এজন্য কি আপনি দায়ি নন ?"

জবাবে কেন উইলিয়ামসন বলেন, "আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

ABOUT THE AUTHOR

...view details