পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গেইলের ইউ টার্ন, ভারতের ক্যারিবিয়ান সফরের পর অবসর - carribean

আজ এক সাংবাদিক সম্মেলনে গেইল জানান, বিশ্বকাপের পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারত । সেই সিরিজ়ে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নেবেন ।

গেইলের ইউ টার্ন, ভারতের ক্যারিবিয়ান সফরের পর অবসর

By

Published : Jun 26, 2019, 10:13 PM IST

লন্ডন, 26 জুন : অবসর ঘোষণা করেও ইউ টার্ন । বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন বলেছিলেন । তবে সেই বক্তব্য থেকে সরে এলেন ইউনিভার্স বস । ভারতের মুখোমুখি হওয়ার আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পরেও ভারতের বিপক্ষে হোম সিরিজ়ে খেলতে চান তিনি ।

আজ এক সাংবাদিক সম্মেলনে গেইল জানান, বিশ্বকাপের পর অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবে ভারত । সেই সিরিজ়ে ওয়ানডে এবং টেস্ট খেলে তবেই অবসর নেবেন গেইল । বলেন, "বিশ্বকাপের পরে আমার পরিকল্পনা... হয়তো ভারতের বিপক্ষে আর একটা টেস্ট খেলব । আর ওয়ানডে তো অবশ্যই খেলব । তবে T-২০ খেলব না ।"

তবে বিশ্বকাপের আগে গেইল বলেছিলেন, "বিশ্বকাপ দিয়েই 50 ওভারের ক্রিকেটকে বিদায় বলতে চাই । তরুণদের সুযোগ করে দিতে চাই । স্ট্যান্ডে বসে উৎসাহ দিয়ে যেতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details