ম্যানচেস্টার, 17 জুন : ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরি হয় । তা সে খেলোয়াড় হোক বা সমর্থক । প্রাক্তন খেলোয়াড়দের অভিমত, যে দলের খেলোয়াড়রা নিজেদের চাপমুক্ত রাখতে পারেন সেই দলই বাজিমাত করে । তা সত্ত্বেও প্রতিটি খেলোয়াড়ই মহারণের দিন বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হয় । যদিও সেই ধারণায় বিশ্বাসী নন বিরাট কোহলি । তাঁর বক্তব্য, "এই ম্যাচটি আবেগের থেকে বেশি পেশাদারিত্বের ।"
"বেশি আবেগ" দিয়ে আমরা পাকিস্তান ম্যাচ খেলি না : বিরাট - rohit sharma
বিরাট কোহলির বক্তব্য, "এই ম্যাচটি আবেগের থেকে বেশি পেশাদারিত্বের ।"
গতকাল ম্যানচেস্টারে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারায় ভারত । এই নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে জিতল । ম্যাচের পর বিরাট বলেন, "আমার মনে হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে ওরা (পাকিস্তান) আমাদের উড়িয়ে দিয়েছিল । সেটা ছাড়া ওদের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি । কিন্তু আপনি যদি খুব বেশি আবেগ দিয়ে ম্যাচে খেলেন, তাহলে মাঠে সমস্যা হবে । "
বর্তমান যুগে বিরাটের নিজের টিমের মধ্যে পেশাদারিত্বের মনোভাব ঢুকিয়ে দিয়েছেন । বিরাট বলেন, "আমরা কখনও সমর্থকদের দিক থেকে ম্যাচটি দেখি না । ক্রিকেটার হিসেবে আমাদের পেশাদার হওয়া উচিত । আর মাঠে কী করা দরকার তা বোঝা উচিত ।"