কার্ডিফ, 29 মে : কয়েকদিন আগেই তাঁকে সমস্ত অধিনায়কের অধিনায়ক বলেছিলেন সুরেশ রায়না । তিনি যে খুব একটা ভুল বলেননি তা প্রমাণ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি । গতকাল বাংলাদেশের ফিল্ডিং ঠিক করে দিলেন তিনি ।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 39 তম ওভারে বোলিং করছিলেন বাংলাদেশের সাব্বির রহমান। স্ট্রাইকে ছিলেন ধোনি। বোলিংয়ের মাঝে সাব্বিরকে থামিয়ে দেন । তাঁকে পরামর্শ দেন মিড উইকেট থেকে স্কয়্যার লেগে ফিল্ডার সরিয়ে দিতে। তাঁর পরামর্শ মেনে সেই ফিল্ডারকে সরিয়ে দেন সাব্বির রহমান।