পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বোলারকে থামিয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি - icc world cup

বাংলাদেশের ভুল ফিল্ডিং দেখে নিজেকে সামলাতে পারলেন না ধোনি। অবশেষে তাঁর পরামর্শই মানলেন সাব্বির রহমান।

1

By

Published : May 29, 2019, 2:22 PM IST

Updated : May 29, 2019, 2:38 PM IST

কার্ডিফ, 29 মে : কয়েকদিন আগেই তাঁকে সমস্ত অধিনায়কের অধিনায়ক বলেছিলেন সুরেশ রায়না । তিনি যে খুব একটা ভুল বলেননি তা প্রমাণ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি । গতকাল বাংলাদেশের ফিল্ডিং ঠিক করে দিলেন তিনি ।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 39 তম ওভারে বোলিং করছিলেন বাংলাদেশের সাব্বির রহমান। স্ট্রাইকে ছিলেন ধোনি। বোলিংয়ের মাঝে সাব্বিরকে থামিয়ে দেন । তাঁকে পরামর্শ দেন মিড উইকেট থেকে স্কয়্যার লেগে ফিল্ডার সরিয়ে দিতে। তাঁর পরামর্শ মেনে সেই ফিল্ডারকে সরিয়ে দেন সাব্বির রহমান।

এর আগে যদিও দেখা যায়নি ম্যাচ চলাকালীন বিপক্ষ দলের খেলোয়াড় ফিল্ডিং ঠিক করে দিচ্ছেন । কিন্তু তিনি যে ধোনি। তাঁর দক্ষতাকে সম্মান করেন বিশ্বের সব ক্রিকেটার। তাই হয়তো ম্যাচ চলাকালীন বিপক্ষ দলের বোলারকে ফিল্ডিং ঠিক করার পরামর্শ দেন।

যদিও তাঁর ব্যাটেই গতকাল পরাস্ত হয় বাংলাদেশ। তিনি করেন 113 রান।

দেখুন সেই ভিডিয়ো
Last Updated : May 29, 2019, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details