পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিতে বলেছিলেন মাহি : শামি - world cup

মাঠে নেমেই হ্যাটট্রিক । অবশ্য এই হ্যাটট্রিকের জন্য ধন্যবাদ দিলেন ধোনির পরামর্শকে ।

হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিতে বলেছিলেন মাহি : শামি

By

Published : Jun 23, 2019, 10:18 PM IST

Updated : Jun 24, 2019, 8:45 PM IST

সাউদাম্পটন, 23 জুন : বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচ দলে জায়গা পাননি । পাশাপাশি বিগত কয়েক মাস ধরে পারিবারিক অশান্তি । ভুবনেশ্বরের চোটের পর আসে সুযোগ । আর মাঠে নেমেই হ্যাটট্রিক । অবশ্য এই হ্যাটট্রিকের জন্য ধন্যবাদ দিলেন ধোনির পরামর্শকে । আফগানিস্তানের বিরুদ্ধে দলকে জিতিয়ে উঠে জানালেন হ্যাটট্রিক বলটি ইয়র্কার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ।

ভারতবধ করতে শেষ ওভারে 16 রান দরকার ছিল আফগানদের । এই বিশ্বকাপে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর গতকালে দলে ফেরা বাংলার পেসার মহম্মদ শামির হাতে বল তুলে দেন ক্যাপ্টেন কোহলি । প্রথম বলে মহম্মদ নবি চার মেরে বেশ চাপেও ফেলে দিয়েছিলেন বঙ্গ পেসারকে । তবে তার পরের বলে রান নেননি নবি । পরের বলেই আউট হন নবি । শুরু হয় রূপকথার ।

শনিবার ম্যাচ শেষে শামি বলেন, "হ্যাটট্রিকের আগে আমাদের প্ল্যান ছিল সহজ । মাহি ভাই বলেছিলেন ইয়র্কার দিতে । হ্যাটট্রিকের দারুণ সুযোগ ছিল । এই সুযোগ সবসময় পাওয়া যাবে না । তাই ইয়র্কারই দেওয়া উচিৎ । আমিও সেটাই করলাম ।"

মাঠ ও মাঠের বাইরে গত কয়েক মাসে বারবার বিব্রত হয়েছেন । অনেক টানাপোড়েনের পর সাউদাম্পটনে দলে ফেরা । তারপর হ্যাটট্রিক যেন তাঁর জীবনের মোড় বদলে দিয়েছে । তাঁর জন্মের তিন বছর আগে নাগপুরে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা । 32 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই কীর্তি ছুঁলেন শামি ।

Last Updated : Jun 24, 2019, 8:45 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details