ব্রিস্টল, 2 জুন : চ্যাম্পিয়নের মতোই শুরু করল অস্ট্রেলিয়া । প্রথম ম্যাচেই 7 উইকেটে হারাল আফগানিস্তানকে । 208 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 15 ওভার বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অজ়িরা ।
2015-তে নিউজ়িল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ ঘরে আনে অস্ট্রেলিয়া । এবারও ইংল্যান্ডের মাটিতে অন্যতম ফেবারিট তারা । দলে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ, ম্যাক্সওয়েলের মতো একাধিক তারকা ক্রিকেটার । বোলিং বিভাগও নেহাত খারাপ নয় । স্টার্ক, কামিন্স, কুল্টার-নিলের বোলিং বিপক্ষকে কাঁপুনি ধরাতে বাধ্য । তবে, স্পিন বিভাগে অ্যাডাম জ়াম্পা কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে । এদিন তিনি 3 উইকেট নিলেও অনেক রান দিয়েছেন । যা চিন্তায় রাখছে অজ়ি শিবিরকে ।
ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নবি । শুরুটা ভালো হয়নি । প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন মহম্মদ শাহজ়াদ । স্টার্কের বলে বোল্ড হন । 5 রানের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন হয় । ফেরেন জ়াজ়াই । এরপর আশা-যাওয়ার পালা চলতেই থাকে । মাঝে স্লো ব্যাটিংয়ে আরও চাপে পড়ে আফগান দল । বলার মতো স্কোর করেন, নাজ়িবুল্লা জ়ারদান (51) ও রেহমত শাহ (43) । শেষদিকে রশিদ খান (27) চালিয়ে খেলে দলের স্কোর 200 টপকান । শেষপর্যন্ত 38.2 ওভারেই যবনিকা নেমে আসে আফগানিস্তান ইনিংসের । অজ়ি বোলারদের মধ্যে কামিন্স 3টি, জ়াম্পা 3টি, স্টোয়নস 2টি ও স্টার্ক 1টি উইকেট দখল করেন ।