পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরমুশ বাংলাদেশ, জয় পেয়েও সেমিফাইনালের টিকিট অধরা পাকিস্তানের - Mohammad Amir

বাংলাদেশকে 94 রানে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান । পাকিস্তানের হয়ে 6টি উইকেট নেন শাহিন আফ্রিদি ।

ছবি সৌজন্যে ANI

By

Published : Jul 5, 2019, 11:38 PM IST

লন্ডন, 5 জুলাই : বাংলাদেশকে দুরমুশ করেও বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের । রান রেটের বিচারে শেষ চারে চলে গেল নিউজ়িল্যান্ড । এছাড়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ কার্যত নিয়মরক্ষার ছিল । কারণ, পাকিস্তান জিতলেও অলৌকিক কিছু না ঘটলে তাদের শেষ চারে যাওয়া সম্ভব ছিল না । প্রথমে ব্যাট করে 300-র বেশি রানে জিততে হত, আর সেকেন্ড ইনিংসে ব্যাট করলে পাকিস্তানের কাছে কোনও সুযোগই ছিল না । এই অবস্থায় প্রথম ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ ।

50 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 315 রান তোলে তারা । ইমাম উল হক 100 করেন । বাবর আজ়ম করেন দুরন্ত 96 । বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজ়ুর 5 উইকেট নেন । বিশ্বকাপে টিকে থাকতে গেলে 7 রানে অলআউট করতে হত বাংলাদেশকে । যা অসম্ভব । শেষপর্যন্ত 44.1 ওভারে 221 তুলে অলআউট হয় মোর্তাজ়ার দল । শাকিব 64 রান করে আউট হন । বিশ্বকাপে 606 রান করে সর্বোচ্চ স্কোরার তিনি ।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি 6টি উইকেট দখল করেন । মূলত তাঁর বোলিংয়ে ভর করেই বাংলাদেশকে 94 রানে হারায় পাকিস্তান । যদিও লাভের লাভ কিছুই হল না । আজই বিশ্বকাপ অভিযান শেষ হল তাদের ।

ABOUT THE AUTHOR

...view details