পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'শুয়োরের মতো মোটা হচ্ছেন কেন ?' সরফরাজ়কে টিপ্পনি পাকিস্তান সমর্থকের - shoaib akhtar

শরীর নিয়ে ফের একবার টিপ্পনি শুনলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ় আহমেদ । তাঁকে এক সমর্থক বলেন, "আপনি শুয়োরের মতো মোটা হচ্ছেন কেন ?"

সরফরাজ়

By

Published : Jun 22, 2019, 12:44 AM IST

দিল্লি, 22 জুন : খারাপ সময় পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ় আহমেদের । একে তো ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে । পারফরমেন্সও তথৈবচ । দুইয়ে মিলে বেশ চাপে সরফরাজ় । শোয়েব আখতার থেকে শুরু করে দেশের অন্য প্রাক্তন ক্রিকেটাররা সরফরাজ়ের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন । শোয়েব তো বলেই দিয়েছেন, "এইরকম বাজে অধিনায়ক পাকিস্তান আগে কখনও পায়নি ।" সেইসঙ্গে সরফরাজ়ের শরীর নিয়েও টিপ্পনি চলছে অনবরত ।

আরও খবর : স্বপ্নের ফর্মে শাকিব, জানেন বিশ্বকাপের সেরার তালিকায় কারা ?

সরফরাজ়কে অধিনায়ক করা নিয়ে বরাবরই আপত্তি ছিল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতারের । বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর তিনি অধিনায়কত্বের পাশাপাশি সরফরাজ়ের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "এরকম মোটা অধিনায়ক দেখিনি ।" এবার ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজ়ের ফিটনেস নিয়ে টিপ্পনি কাটলেন এক পাকিস্তানি সমর্থক ।

আরও খবর : পাকিস্তান ক্রিকেট দলকে ব্যান করা হোক, দাখিল পিটিশন

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক সৈয়দ রাজ়া মেহদি । দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে ম্যানচেস্টারের একটি মলে ঢুকছিলেন সরফরাজ় । সেসময় এক ব্যক্তি তাঁকে বলেন, 'আপনি শুয়োরের মতো মোটা কেন হচ্ছেন ?' কথাটা শুনে একবার ফিরে তাকান পাকিস্তান অধিনায়ক । পরে কিছু না বলেই এগিয়ে যান ।

ওই পাকিস্তান সমর্থকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ়া । তাঁর কথায়, "খেলায় হার-জিত আছে । তবে, দেশের অধিনায়ককে এভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না ।"

ABOUT THE AUTHOR

...view details