দিল্লি, 22 জুন : খারাপ সময় পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ় আহমেদের । একে তো ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে । পারফরমেন্সও তথৈবচ । দুইয়ে মিলে বেশ চাপে সরফরাজ় । শোয়েব আখতার থেকে শুরু করে দেশের অন্য প্রাক্তন ক্রিকেটাররা সরফরাজ়ের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন । শোয়েব তো বলেই দিয়েছেন, "এইরকম বাজে অধিনায়ক পাকিস্তান আগে কখনও পায়নি ।" সেইসঙ্গে সরফরাজ়ের শরীর নিয়েও টিপ্পনি চলছে অনবরত ।
আরও খবর : স্বপ্নের ফর্মে শাকিব, জানেন বিশ্বকাপের সেরার তালিকায় কারা ?
সরফরাজ়কে অধিনায়ক করা নিয়ে বরাবরই আপত্তি ছিল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতারের । বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর তিনি অধিনায়কত্বের পাশাপাশি সরফরাজ়ের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "এরকম মোটা অধিনায়ক দেখিনি ।" এবার ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজ়ের ফিটনেস নিয়ে টিপ্পনি কাটলেন এক পাকিস্তানি সমর্থক ।