পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওদের রাহুল থাকলে আমাদেরও মনোজ রয়েছে : অরুণ লাল

প্রতিপক্ষ দলে বড় নাম থাকলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন বাংলার কোচ অরুণ লাল ৷ মনোজ তিওয়ারি, শাহবাজ আহমেদ, আকাশদীপদের নিয়ে ঘরের মাঠে দক্ষিণের দলটির বিরুদ্ধে বাজিমাত করতে তৈরি বঙ্গ কোচ ৷

ranji semifinal
বাংলা বনাম কর্নাটক

By

Published : Feb 28, 2020, 3:50 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: কর্নাটক টিমে যদি লোকেশ রাহুল থাকে তাহলে বাংলার কাছেও রয়েছে মনোজ তিওয়ারি ৷ শনিবার ইডেন গার্ডেন্সে রণজি ট্রফির সেমিফাইনালে নামার আগে দলকে এভাবে তাতালেন কোচ অরুণ লাল ৷

প্রতিপক্ষ টিমে একাধিক বড় নাম ৷ লোকেশ রাহুল, মণীশ পাণ্ডেদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছে কর্নাটক টিমে ৷ যদিও সেসব নিয়ে মোটেও চিন্তিত নন বাংলার কোচ অরুণ লাল ৷ যেভাবে একের পর এক কঠিন ম্যাচ সামলে সেমিফাইনালে উঠেছে বাংলা, তাতে দলের ওপর অগাধ আস্থা তাঁর ৷ বাংলার তারকা খেলোয়াড় মনোজ তিওয়ারি যে কারও থেকে কম নয় তা বুঝিয়ে দিয়েছেন তিনি ৷ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে যাওয়া মনো কর্নাটকের বিরুদ্ধে ফের লড়াই ছুড়ে দিতে তৈরি ।

সবুজ উইকেটে কর্নাটক ব্যাটসম্যানদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অরুণ লাল । স্পিনার শাহবাজ আহমেদ এই মরশুমের সেরা আবিষ্কার । পাশাপাশি করুণ নায়ারের দলের বিরুদ্ধে চোট সারিয়ে ফিরছেন আকাশদীপ ৷ শনিবার নেটে পরিচিত ছন্দে বল করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তাই কর্নাটকের বাংলা থেকে কোনও অংশে পিছিয়ে রয়েছে বলে মনে করেন না বঙ্গ কোচ । অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে অরুণ লালের এই বক্তব্যে সায় দিয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৷ নিজে বড় রান পাচ্ছেন না । তবে ফর্মে ফিরতে বাড়তি পরিশ্রম করছেন বাংলার অধিনায়ক । আশা করছেন কর্নাটক ম্যাচে তার ব্যাটে রান আসবে । ইডেনের সবুজ 22 গজের ফায়দা তোলার কথাও শোনা গেল অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের মুখে ।

দলের উপর অগাধ আস্থা কোচ অরুণ লালের

দুই রাজ্য দলের ক্রিকেটীয় যুদ্ধের ইতিহাস নতুন নয় । বাংলা ও কর্নাটক মাঠে নামলেই আগ্রাসী ক্রিকেটের অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা । বাংলার কোচ বলছেন, স্পোর্টিং উইকেটে ভালো ক্রিকেটের অপেক্ষায় সবাই । এবারের বাংলা দলের USP দলগত সংহতি । তাই ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দলের জয় নিয়ে ভাবছে সবাই । তাই টিম বেঙ্গলের সম্মিলিত লড়াইয়ে আস্থা রেখে ঘরের মাঠে কর্নাটকের উপর ঝাঁপিয়ে পড়তে তৈরি বাংলা ।

ABOUT THE AUTHOR

...view details