মুম্বই, 7 জুন : কিপিং গ্লাভস বিতর্কে মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়াল BCCI । আজ BCCI-এর COA প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ধোনি "বলিদান" প্রতীক সহ গ্লাভস ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, ধোনি ভারতীয় স্থল সেনার সাম্মানিক লেফটেনন্ট কর্নেল পদে রয়েছেন।
ভারতীয় প্যারা মিলিটারির এই "বলিদান" প্রতীক তাঁদের ত্যাগের পরিচয় দেয়। এই প্রতীক কোনও রাজনৈতিক, বাণিজ্যিক প্রতীক নয় । এছাড়ও এই প্রতীক কোনওরকম ধর্মীয় বার্তা বহন করে না । তাই এই প্রতীক ICC-র কোড এফ এথিক্স ভায়োলেট করেনি। বলিদান প্রতীক পরে কোনও কিছুর প্রোমোশন করেননি ধোনি ।