পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"বলিদান ব্যাজ" পরা যাবে না, কড়া নির্দেশ ICC-র - bcci

পোশাক ও কোনও সরঞ্জামে কোনও প্লেয়ার লোগো ব্যবহার করতে পারবে না । BCCI-কে জানায় ICC ।

a

By

Published : Jun 7, 2019, 9:46 PM IST

Updated : Jun 7, 2019, 10:05 PM IST

মুম্বই, 7 জুন : ধোনির গ্লাভস ইশুতে BCCI-এর দাবি খারিজ করে দিল ICC । পোশাক ও সরঞ্জামে কোনও ক্রিকেটার কোনওরকম লোগো ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় ।

ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

বিষয়টি নজরে আসার পরই হস্তক্ষেপ করে ICC। ভারতীয় বোর্ডকে তারা অনুরোধ জানায়, পরের ম্যাচগুলোতে যেন ধোনি এই প্রতীক সহ মাঠে না নামেন । বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সেই অনুরোধ মানতে চায়নি BCCI । তারা ধোনির পাশেই দাঁড়ায় । চিঠি দিয়ে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।

কিন্তু সেই অনুরোধ বা আর্জি খারিজ করে দিল ICC । নিজেদের রুলবুকের কথা উল্লেখ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানায়, এটা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ । তাই এই আর্জি মানা সম্ভব নয় ।

এই সংক্রান্ত আরও খবর :ধোনির গ্লাভস থেকে 'বলিদান ব্যাজ' সরানোর নির্দেশ ICC-র

এই সংক্রান্ত আরও খবর : "বলিদান" প্রতীক বিতর্কে ধোনির পাশে BCCI

Last Updated : Jun 7, 2019, 10:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details