মুম্বই, 7 জুন : ধোনির গ্লাভস ইশুতে BCCI-এর দাবি খারিজ করে দিল ICC । পোশাক ও সরঞ্জামে কোনও ক্রিকেটার কোনওরকম লোগো ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । এই চিহ্নকে সেনাবাহিনীর সদস্যরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান । ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল । তাঁকে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত করা হয় ।
ত্রিশূল লাগানো গ্লাভসের ছবি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।