পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তানের উপর আরও একটা স্ট্রাইক, রেজ়াল্ট একই : টুইট অমিত শাহর

বিশ্বকাপটা যেন এসেই গেছে । আসলে পাকিস্তানকে হারানোর মজাই আলাদা । চিরশত্রু বা চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যাই বলা যাক না কেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ।

amit

By

Published : Jun 17, 2019, 10:16 AM IST

দিল্লি, 17 জুন : বিশ্বকাপটা যেন এসেই গেছে । আসলে পাকিস্তানকে হারানোর মজাই আলাদা । চিরশত্রু বা চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যাই বলা যাক না কেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা । আর এই ম্যাচ জিতলে অর্ধেক প্রতিযোগিতাই যেন জেতা হয়ে যায় ।

গতকাল ফাদার্স ডের দিন পাকিস্তানকে 89 রানে হারিয়েছে ভারত । এরপরই শুভেচ্ছাবার্তায় ভেসে গেছেন কোহলিরা । টুইটে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহও । তাঁর পোস্ট যেন একটু বেশি মন কেড়েছে নেটিজেনদের । অমিত শাহ পোস্ট করেন, 'পাকিস্তারের উপর আরও একটা স্ট্রাইক । রেজ়াল্ট একই । দুর্দান্ত পারফরমেন্সের জন্য গোটা দলকে শুভেচ্ছা । প্রত্যেক ভারতীয় আপনাদের পারফরমেন্সে গর্বিত । সবাই এই জয়ের জন্য উচ্ছ্বসিত ।'

ভারতের জয়ের পর টুইট করেন রাজনাথ সিংও । তাঁর পোস্ট, 'পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শুভেচ্ছা । গোটা দল দুরন্ত পারফরমেন্স করেছে ।'

গতকালের ম্যাচে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।

ABOUT THE AUTHOR

...view details