পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আহত পাখিকে বাঁচালেন ধোনি, ইনস্টাগ্রামে গল্প শোনাল কন্যা জিভা - সাক্ষী ধোনি

আহত পাখিকে বাঁচালেন মহেন্দ্র সিং ধোনি ৷ ইনস্টাগ্রামে সেই গল্প শেয়ার করল ধোনি কন্যা জিভা ৷

আহত পাখিকে বাঁচালেন ধোনি, ইনস্টাগ্রামে গল্প শোনাল কন্যা জিভা
আহত পাখিকে বাঁচালেন ধোনি, ইনস্টাগ্রামে গল্প শোনাল কন্যা জিভা

By

Published : Jun 10, 2020, 1:50 PM IST

রাঁচি, 10 জুন: আহত অবস্থায় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়ির লনে পড়েছিল ছোট্ট পাখিটি ৷ দেখতে পেয়ে চিৎকার করে বাবা-মাকে ডাকে ছোট্ট জিভা ৷ তারপর কী হল? পুরো গল্পটা ইনস্টাগ্রামে নিজের মতো করে বর্ণনা করেছে ধোনি কন্যা জিভা ৷

মাহি-সাক্ষীর একরত্তি মেয়ে লিখেছে, "আজ সন্ধ্যাবেলায় লনের মধ্যে অজ্ঞান অবস্থায় একটি পাখিকে দেখতে পাই ৷ দেখেই পাপা-মাম্মাকে চিৎকার করে ডাকি ৷ পাপা হাতের মধ্যে পাখিটিকে নিয়ে জল খাওয়ায় ৷ একটু পর পাখিটি চোখ খোলে ৷ আমরা সবাই তখন ভীষণ খুশি হয়েছিলাম ৷ এরপর পাখিটিকে একটি বাক্সের মধ্যে রেখে কিছু পাতা খেতে দিই ৷"

নানারঙের সেই পাখিটি ছিল ক্রিমসন ব্রেসটেড বারবেট ৷ যাকে বলা হয় কপারস্মিথ ৷ সাক্ষী বুঝিয়ে বলেন মেয়েকে ৷ জিভার কথায়, "কী যে সুন্দর ছিল পাখিটা কী বলব ৷ তারপর ওটা হঠাৎই ফুড়ুৎ করে উড়ে গেল ৷ আমি তো ওকে আমার কাছে রেখে দেব ভেবেছিলাম ৷ কিন্তু মাম্মা বলল যে পাখিটা ওর মায়ের কাছে ফিরে গেছে ৷ আমি নিশ্চিত ওর সঙ্গে আমার আবার দেখা হবে ৷"

জিভার ইনস্টা পোস্ট

আপাতদৃষ্টিতে খুব ছোট্ট ঘটনা হলেও জিভার গল্প বলার ধরন মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷ ধোনি পরিবারের এই পাখি বাঁচানোর গল্প টুইটারে শেয়ার করেছে ধোনির IPL টিম চেন্নাই সুপার কিংসও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details