দুবাই, 27 সেপ্টেম্বর : খুব তাড়াতাড়ি মুম্বই এর হয়ে হাত ঘোরাতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে । সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছেন হার্দিকরা । তার আগে এই খবর ফাঁস করলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর জাহির খান ।
দুটি ম্যাচ খেলা হয়ে গেছে মুম্বইয়ের । কিন্তু বল হতে নামতে দেখা যায়নি হার্দিককে । গত বছরের অক্টোবরের পর পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি । অস্ত্রোপচারের পর চলতি IPL এ কাম ব্যাক করেছেন । বিরতির পর নিজেকে একটু সময় দিয়ে তবেই বোলিং করতে চান পেস অলরাউন্ডার । হার্দিক বল হাতে নামলে যে কোনও দলের ইকোয়েশন বদলে যাবে তা মানছেন জাহির ।
তিনি বলেছেন, আমরা সবাই ওর বোলিংয়ের প্রত্যাশায় রয়েছি । ও হল এমন একজন যে বোলিংয়ের সময় যে কোনও দলের ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে । ও নিজেও সেটা বুঝতে পারে । তবে আমাদের ওর শরীরটা বুঝতে হবে । ফিজিওর সঙ্গে পরামর্শ করে আমরা এটা নিয়ে আলোচনা করছি । আমরা ওর বোলিংয়ের অপেক্ষায় রয়েছি । এতে ও নিজেও খুব আগ্রহী এবং সত্যিই বোলিং করতে চায় । আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে ।
আমিরশাহীতে শিশির বোলারদের মাথাব্যথার কারণ । জাহির জানিয়েছেন শিশির সমস্যার সমাধানে প্রস্তুতি নিচ্ছে টিম । তিনি বলেছেন, "এখনও টুর্নামেন্টে শিশির তেমন বড় ভূমিকা নেইনি । কারণ ম্যাচ তাড়াতাড়ি শুরু হয়ে জলদি শেষ হচ্ছে । কিছু কিছু ম্যাচে শিশির সমস্যা করলেও বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছে বোলাররা ।"