পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিল্লির ঘটনা দুর্ভাগ্যজনক, শান্তির আর্জি সেহওয়াগ-যুবি-ভাজ্জির - বীরেন্দ্র সেহওয়াগ

দিল্লিজুড়ে CAA ইশুতে হিংসাত্মক ঘটনা অব্যাহত ৷ মৃত্যু হয়েছে কয়েকজনের ৷ তাই এবার দিল্লিতে শান্তি বজায় রাখার আর্জি জানালেন যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগ ও হরভাজন সিং ৷

image
যুবি, সেহওয়াগ, হরভাজন

By

Published : Feb 26, 2020, 6:30 PM IST

দিল্লি, 26 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের দিন থেকেই দিল্লি জুড়ে CAA নিয়ে শুরু হয়েছে হিংসা৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 24 জনের ৷ দিল্লিতে শান্তি বজায় রাখা আর্জি জানানো হয়েছে সব মহল থেকেই ৷ এবার দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগ ও হরভজন সিং ৷ টুইটারে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি করলেন তাঁরা ৷

টুইটারে যুবি লেখেন, ‘‘দিল্লিতে যা ঘটছে, তা দুর্ভাগ্যজনক ৷ সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানাচ্ছি ৷ আশা করি সরকার শান্তি বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেবে ৷ দিনের শেষে আমরা সবাই মানুষ, আমাদের একে অপরকে সম্মান জানাতে হবে ৷’’

সেহওয়াগ লেখেন, ‘‘ দিল্লির ঘটনা অতন্ত দুর্ভাগ্যজনক ৷ সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করছি ৷ দেশের রাজধানীতে কোনও কিছু ঘটে যাওয়া মানে তা দেশের লজ্জা ৷ আমি আশা করি সবাই শান্তি বজায় রাখবেন ৷’’

হরভজন সিং লেখেন, ‘‘আমরা নিজেরাই নিজেদের কেন মারছি? সবাইকে অনুরোধ করছি কেউ যেন কাউকে আক্রমণ না করে ৷’’

উত্তর-পূর্ব দিল্লিতে CAA নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত অশান্তি ৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অনেকেই ৷ মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পুরো এলাকা ঘুরে দেখেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details