দিল্লি, 16 মার্চ : কোরোনা আতঙ্কে স্তব্ধ গোটা বিশ্ব ৷ বিশেষ করে খেলার মাঠে এর প্রভাব পড়েছে মারাত্মক ৷ ফুটবলের মাঠ থেকে ক্রিকেটের বাইশ গজ, কোরোনা থাবা বসিয়েছে সর্বত্র ৷ এই আতঙ্কের মধ্যেই এক মজার ভিডিয়ো পোস্ট করলেন যুবরাজ সিং ৷
হিন্দি বলতে গিয়ে হোঁচট খেলেন গেইল, হেসে কুটোপাটি যুবি - yuvraj singh
হিন্দি বলার চেষ্টা করছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ৷ কিন্তু হিন্দি বলতে গিয়ে রীতিমতো হোঁচট খেলেন ইউনিভার্সাল বস ৷ সেই ভিডিয়ো টুইট করলেন যুবরাজ ৷
![হিন্দি বলতে গিয়ে হোঁচট খেলেন গেইল, হেসে কুটোপাটি যুবি gayle](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6422205-thumbnail-3x2-yuvi.jpg)
ভিডিয়োতে দেখা যাচ্ছে হিন্দি বলার চেষ্টা করছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ৷ তাঁকে একটি হিন্দি সিনেমার সংলাপ বলতে দেওয়া হয়েছিল ৷ ডায়লগটি ছিল এইরকম- "কনফিডেন্স মেরা, কবর বনেগি তেরি ৷" বলা বাহুল্য সেই সংলাপ বলতে গিয়ে রীতিমতো হোঁচট খেলেন ইউনিভার্সাল বস ৷ "কনফিডেন্স মেরা" পর্যন্ত ঠিকঠাক বললেও বাকিটা একদম ফেল ৷ IPL-এর দল কিংস ইলেভেন পঞ্জাবের একসময়ের সতীর্থর সেই ভিডিয়ো টুইট করে যুবি লেখেন, "কনফিডেন্স মেরা, কবর বনেগি তেরি ৷ দারুণ বলেছ কাকা ৷"
তবে হিন্দি বলতে গিয়ে ব্যর্থ হলেও গেইলের ভারতীয় সমর্থকদের তাতে কিছু যায় আসে না ৷ মাঠ হোক বা মাঠের বাইরে, ক্রিস গেইল মানেই ভরপুর বিনোদন ৷ এই ভিডিয়োতেও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তিনি ৷