পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলিত সম্পর্কে বিরূপ মন্তব্য, ক্ষমা চাইলেন যুবরাজ - রোহিত শর্মা

অনিচ্ছাকৃতভাবে দলিতদের ভাবাবেগে আঘাত করার জন্য শুক্রবার টুইট করে ক্ষমা চাইলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। রোহিত শর্মার সঙ্গে একটি ভিডিয়ো চ্যাটে তিনি এই মন্তব্যটি করেছিলেন।

Image
যুবরাজ সিং

By

Published : Jun 6, 2020, 1:45 AM IST

Updated : Jun 6, 2020, 9:44 AM IST

দিল্লি, 5 জুন : ক্ষমা চাইলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। কয়েকদিন আগেই ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি লাইভ চ্যাটে কথা বলছেন যুবি । তখন চাহালকে নিয়ে মজা করার জন্য দলিতদের উদাহরণ দেন । তখনই দলিতদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি । যুবির ওই মন্তব্যের পর দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। মামলা দায়ের করা হয় যুবরাজ সিংয়ের বিরুদ্ধে। এরপর আজ জনসমক্ষে তাঁর অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।

ওই চ্যাটে যুবরাজকে বলতে শোনা যায়, “ইয়ে ***** লোগো কো কোহি কাম নেহি হে ইয়ুজি কো দেখা ক্যাসা ভিডিয়ো ডালা।”

এরপরই সোশাল মিডিয়া জুড়ে #যুবি মাফি মাঙ্গো বলে নতুন ট্রেন্ড চালু হয়। শুক্রবার নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন যুবরাজ।

টুইটে যুবরাজ লেখেন, “আমি এটা পরিষ্কার করতে চাই যে, আমি কখনোই জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গের বৈষম্যে বিশ্বাসী নই। আমি মানুষের ভালোর জন্য আমার জীবন উৎসর্গ করেছি এবং সেই কাজ এখনও করে চলেছি। আমি জীবনের মর্যাদা ও প্রত্যেককে সম্মান দেওয়ায় বিশ্বাসী। আমি বুঝতে পারি যে বন্ধুদের সঙ্গে আমার কথোপকথনটির ভুল ব্যাখ্যা করা হয়েছে । যদিও এটা অযৌক্তিক কিছু নয়। তাই একজন দায়িত্বশীল ভারতীয় হিসেবে আমি অনিচ্ছাকৃতভাবে কারুর ভাবাবেগ ও অনুভূতি আঘাত করলে ক্ষমা চাইছি। ভারত এবং ভারতীয়দের প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে।”

ওই চ্যাটটি ভাইরাল হওয়ার পর যুবরাজের বিরুদ্ধে একটি মামলা করা হয়। হরিয়ানার থানায় জনৈক আইনজীবী রজত কলসান অভিযোগ করেন যুবরাজ দলিতদের ভাবাবেগে আঘাত করেছেন।

Last Updated : Jun 6, 2020, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details