রাইপুর, 14 মার্চ : 2007 সাল থেকে 2021 ৷ মাঝখানে কেটে গিয়েছে 14টা বছর ৷ সেদিনের 24-এর তরুণ আজ 39 বছরের ৷ বয়স বাড়লেও মানসিকতায় পরিবর্তন হয়নি তা বুঝিয়ে দিলেন যুবরাজ সিং ৷ প্রমাণ করলেন আজও টি-20তে ব্যাট হাতে নামলে ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন তিনি ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে হাঁকালেন চারটি ছয় ৷ আর যুবির তাণ্ডবে তামাম ক্রিকেটপ্রেমীর মনে পড়ে গিয়েছে টি-20 বিশ্বকাপের সেই রাতে কথা ৷
সেদিন যুবির শিকার ছিলেন স্টুয়ার্ট ব্রড ৷ শনিবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডেসের বিরুদ্ধে ম্যাচে যুবরাজ বেছে নিয়েছিলেন মিডিয়াম পেসার জ্যান্ডার ডি ব্রুইনকে ৷ ম্যাচে 22 বলে অপরাজিত 52 রান করেন তিনি ৷ আর ডি ব্রুইনের এক ওভারে হাঁকান চারটি ছক্কা ৷ 39-এর যুবির এই ব্যাটিং বিক্রম দেখে 14 বছর পিছিয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা ৷ 2007 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচের কথা মনে পড়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের ৷ স্টুয়ার্ট ব্রডের এক ওভারে অতিমানবীয় ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি ৷