পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোদির বিরুদ্ধে মন্তব্য, টুইটে আফ্রিদিকে তুলোধোনা যুবরাজ ও রায়নার - afridi

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে করা সেই মন্তব্যের জন্য আফ্রিদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন যুবরাজ ও সুরেশ রায়না

image
যুবি ও রায়না

By

Published : May 19, 2020, 10:24 AM IST

দিল্লি, 18 মে :পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সমালোচনা করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ পাকিস্তানি অলরাউন্ডারের এই ব্যবহার মোটেও ভালো চোখে নেননি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না ৷ টুইট করে আফ্রিদির এই বক্তব্যের নিন্দা করলেন তাঁরা ৷

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেখানে আফ্রিদি বলেছেন,‘‘বিশ্ব এখন বড় অসুখে আক্রান্ত। কিন্তু তার থেকেও বড় অসুখ রয়েছে মোদির মনে। মোদি কাশ্মীরে সাত লাখ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনার সমান।’’

আফ্রিদির এই মন্তব্যর পর ক্ষোভ দেখা গেছে যুবির গলায় ৷ টুইট করে আফ্রিদিকে তিনি লেখেন, ‘‘আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন মন্তব্য করা দুর্ভাগ্যজনক ৷ দেশের একজন দায়িত্বশীল নাগরিক ও দেশের হয়ে ক্রিকেট খেলার পর এই মন্তব্য মেনে নেওয়া যায় না ৷’’

শুধু যুবরাজ নন, আফ্রিদিকে আক্রমণ করেছেন সুরেশ রায়নাও ৷ তিনি টুইটে লেখেন,‘‘ একজন নিজেকে প্রাসঙ্গিক রাখতে কী কী না করেন ? তোমার ব্যর্থ দেশের জন্য কিছু করো ৷ আর কাশ্মীরকে একা থাকতে দাও ৷ আমি একজন গর্বিত কাশ্মীরি ৷ কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে ৷’’

প্রসঙ্গত কয়েকদিন আগেই আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছিলেন যুবরাজ ও হরভাজন ৷ তাদের সাহায্যের হাত বাড়িয়েছিলেন তাঁরা ৷ তবে আফ্রিদির এহেন মন্তব্যের পর দুই ভারতীয় ক্রিকেটারই আর আফ্রিদিকে সাহায্য করবেন না বলেই জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details