মুম্বই, 31 মে : লকডাউনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের দেওয়া চ্যালেঞ্জ অনায়াসেই পার করেছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ সেই চ্যালেঞ্জে ব্যাটের সাইড-প্লেটে করে বল নাচাতে হত ৷ তবে এবার সচিনের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেন যুবি ৷ এবার রান্নাঘরে রুটি বানানোর বেলনে করে বল নাচাতে হবে তাও চোখ বাঁধা অবস্থায় ৷
এর আগে যুবি সচিন সহ আরও ভারতীজয় ক্রিকেটারদেরব্যাটের সাইড প্লেটে করে বল নাচানোর চ্যালেঞ্জ দেন ৷ তবে মাস্টার ব্লাস্টার শুধু সেই চ্যালেঞ্জ পূরণ করেই ক্ষান্ত হননি, যুবিকে একই চ্যালেঞ্জ চোখ বন্ধ অবস্থায় করতে বলেন ৷ তবে যুবরাজ সেই চ্যালেঞ্জকে অন্য মাত্রায় নিয়ে যান ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুবি একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তাঁকে দেখা যায় একটি টেনিস বল রুটি বানানোর বেলনে করে চোখ বাঁধা অবস্থায় নাচাচ্ছেন ৷