পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মনে থাকবে ন্যাটওয়েস্ট থেকে বিশ্বকাপ, অবসর নিয়ে বললেন যুবরাজ - world cup

আজ মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন 2011-র বিশ্বকাপের হিরো যুবরাজ সিং ।

যুবরাজ

By

Published : Jun 10, 2019, 3:01 PM IST

মুম্বই, 10 জুন : "25 বছর 22 গজে কাটিয়েছি । 17 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি । এই বার সময় হয়ে গেছে ।" আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এই কথা বললেন 2011-র বিশ্বকাপের হিরো যুবরাজ সিং । আজ মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন যুবরাজ ।

যুবরাজ বলেন, "ক্রিকেট আমাকে লড়তে শিখিয়েছে । পরে গেলে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে । একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয় । 2000 সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। 17-18 বছর হয়ে গেল ।"

তিনি আরও যোগ করেন, "অসংখ্য ক্রিকেট ভক্তের ভালোবাসা পেয়েছি । পরিবারকে সব সময় পাশে পেয়েছি । ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছি । ন্যাটওয়েস্ট থেকে 2011 বিশ্বকাপ, একাধিক ম্যাচ সারা জীবন আমার মনে থাকবে । মনে থাকবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় ।"

ক্যান্সার প্রসঙ্গে তিনি বলেন, "ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আমি আর ফিরতে পারব না । কিন্তু চিকিত্‍‌সক ও পরিবার সব সময় পাশে থেকেছেন আমার । আমি ফিরতে পেরেছি । তাই এই বার সমাজের ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু কাজ করতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details