দিল্লি, 21 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির পর এবার সুরেশ রায়নাকেও চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সঙ্গে 2011 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুরেশ রায়নার দুর্দান্ত কভার ড্রাইভগুলি স্মরণ করে প্রধানমন্ত্রী লেখেন, “অসংখ্য অনুরাগী তোমায় মিস করবে ।” স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ইনস্টাগ্রামে ধোনির অবসর ঘোষণার 15 মিনিট পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়নাও । এখনও তাঁর অবসর নেওয়ার সময় হয়নি বলেও মনে করেন প্রধানমন্ত্রী ।
সুরেশ রায়নাকে দেওয়া দু'পাতার একটি চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, “অবসর শব্দটি ব্যবহার করতে চাই না । কারণ তোমার অবসরের এখনও সময় হয়নি ।” ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে গতকালই প্রাক্তন অধিনায়ক ধোনিকে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী । এরপর দু'পাতার একটি চিঠি লিখেছেন সুরেশ রায়নাকেও । এই দুই ক্রিকেটারকেই IPL-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলতে দেখা যাবে ।
33 বছর বয়সি এই অলরাউন্ডারকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, “খেলতে গিয়ে চোট পাওয়া ছাড়াও কেরিয়ারে অনেক ওঠানামা এসেছে । কিন্তু প্রতিবারই আপনি সেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করেছেন । তার জন্য আপনার এই দৃঢ় মনোভাবকে কুর্নিশ ।”