পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"আপনার দৃঢ় মনোভাবকে কুর্নিশ", এবার রায়নাকে চিঠি প্রধানমন্ত্রীর - রায়নাকে চিঠি প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ধোনির অবসর ঘোষণার 15 মিনিট পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়না । ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য এবার ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ।

Suresh Raina
Suresh Raina

By

Published : Aug 21, 2020, 4:12 PM IST

Updated : Aug 21, 2020, 4:48 PM IST

দিল্লি, 21 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির পর এবার সুরেশ রায়নাকেও চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সঙ্গে 2011 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুরেশ রায়নার দুর্দান্ত কভার ড্রাইভগুলি স্মরণ করে প্রধানমন্ত্রী লেখেন, “অসংখ্য অনুরাগী তোমায় মিস করবে ।” স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ইনস্টাগ্রামে ধোনির অবসর ঘোষণার 15 মিনিট পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়নাও । এখনও তাঁর অবসর নেওয়ার সময় হয়নি বলেও মনে করেন প্রধানমন্ত্রী ।

সুরেশ রায়নাকে দেওয়া দু'পাতার একটি চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, “অবসর শব্দটি ব্যবহার করতে চাই না । কারণ তোমার অবসরের এখনও সময় হয়নি ।” ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে গতকালই প্রাক্তন অধিনায়ক ধোনিকে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী । এরপর দু'পাতার একটি চিঠি লিখেছেন সুরেশ রায়নাকেও । এই দুই ক্রিকেটারকেই IPL-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলতে দেখা যাবে ।

33 বছর বয়সি এই অলরাউন্ডারকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, “খেলতে গিয়ে চোট পাওয়া ছাড়াও কেরিয়ারে অনেক ওঠানামা এসেছে । কিন্তু প্রতিবারই আপনি সেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করেছেন । তার জন্য আপনার এই দৃঢ় মনোভাবকে কুর্নিশ ।”

চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুরেশ রায়না টুইট করেন, “যখন খেলি দেশের জন্য খেলি । দেশের সমর্থন বিশেষ করে প্রধানমন্ত্রীর সমর্থনের চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না । আপনার শুভেচ্ছা ও সমর্থনের জন্য ধন্যবাদ ।”

মোতেরা স্টেডিয়ামে 2011 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রায়নার 34 রানের ইনিংসের কথা চিঠিতে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, “2011 বিশ্বকাপ এবং তার পরবর্তী সময়ে ক্রিকেটে আপনার অবদান ভারত কখনওই ভুলতে পারে না । আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অনুগামীরা আপনার কভার ড্রাইভগুলি মিস করবেন ।”

T-20 ফরম্যাটে রায়নার দক্ষতার জন্য প্রশংসা করেন প্রধানমন্ত্রী । লেখেন, “ব্যাটসম্যান হিসেবে বিশেষ করে T-20 ফরম্যাটে আপনি নিজেকে আলাদা করে তুলে ধরেছেন । এটি কোনও সহজ ফর্ম্যাট নয়” । তাঁর প্রশংসা করে তিনি লেখেন, "আপনার ফিল্ডিং অনুপ্রেরণা দেয় । আন্তর্জাতিক ক্রিকেটের সেরা কিছু ক্যাচে আপনার স্বতন্ত্র ছাপ রয়েছে ।" "স্বচ্ছ ভারত অভিযান"-এর মতো সামাজিক উদ্যোগ এবং মহিলাদের ক্ষমতায়নে অংশ নেওয়ার জন্য সুরেশ রায়নার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Aug 21, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details