ম্যাঞ্চেস্টার, 8 অগাস্ট: জমে উঠেছে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড-পাকিস্তান লড়াই ৷ বলতে গেলে সিরিজ়ের প্রথম টেস্ট জমিয়ে দিয়েছে পাকিস্তান ৷ প্রথম ইনিংসে যে তিনশোর উপরে রান তুলেছিল, দ্বিতীয় ইনিংসে সেই দলই দেড়শোর গণ্ডি পার করতে হিমসিম খাচ্ছে ৷ আর তাতেই জয়ের স্বপ্ন জিইয়ে রেখেছে ইংল্যান্ড ৷
প্রথম ইনিংসে 326 রান তোলার পর দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে দেড়শো হওয়ার আগেই আট উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান ৷ তৃতীয় দিনের শেষে তারা 137 রানই তুলতে পেরেছে ৷ হারিয়েছে আটটি উইকেট ৷ তবে প্রথম ইনিংসের সুবাদে ইতিমধ্যেই 244 রানে এগিয়ে রয়েছে তারা ৷ চতুর্থ দিন মাঠে নেমে লিড আর একটু বাড়িয়ে নিয়ে হোস্ট দলটিকে চাপে রাখাই প্রধান কাজ হবে ইয়াসির শাহ, মহম্মদ আব্বাসদের ৷ অন্যদিকে দিনের শুরুতেই পাকিস্তানের লেজ ছেঁটে সফরকারি দলকে গুটিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য ব্রড-ওকসদের ৷ প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া 326 রানের জবাবে ওল্ড ট্র্যাফোর্ডে 219 রান তুলেছিল জো রুটের দল ৷