পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুস্তাক আলি টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঋদ্ধিমানের

চোট সারিয়ে মাঠে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। প্রায় মাস সাতেক পরে বাইশ গজে ফিরলেন তিনি। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে অনুশীলনে নামেন তিনি।

ঋদ্ধিমান সাহা

By

Published : Feb 17, 2019, 2:50 PM IST

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : চোট সারিয়ে মাঠে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। প্রায় মাস সাতেক পরে বাইশ গজে ফিরলেন তিনি। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে অনুশীলনে নামেন তিনি। এই মাঠেই বাংলা দল আসন্ন মুস্তাক আলি T-20 ট্রফির জন্য প্রস্তুতিতে ব্যস্ত।

২১ ফেব্রুয়ারি বাংলা দলের প্রথম খেলা। সেই ম্যাচে প্রতিপক্ষ মেঘালয়। ঋদ্ধিমান মেঘালয় ম্যাচকেই প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে বেছে নিয়েছেন। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন প্রায় এক বছর আগে। তবে পাপালি জানান, মানিয়ে নিতে অসুবিধা হবে না তাঁর। তা ছাড়া তিনি যে একবছরের কাছাকাছি সময় মাঠের বাইরে ছিলেন সেটা নিয়ে ভাবতে নারাজ। বরং পুরো সময়টাকে অল্প কয়েকদিনের ছুটি বলে মনে করতে চান।

লন্ডনে অস্ত্রোপচারের পরে বেঙ্গালুরুতে NCA-তে রিহ্যাবে ছিলেন ভারতীয় দলের উইকেটকিপার। রিহ্যাব শেষে এখন ফিট তিনি। তারপর মিলেছে T-20 ফরম্যাটে খেলার অনুমতি। আর তা মিলতেই ক্রিজ়ে নেমে শুরুর হয়েছে প্রস্তুতি। আপাতত বড় কোনও লক্ষ্য স্থির করে এগোতে চান না। বদলে ছোট ছোট টার্গেট সেট করে এগোতে চান। সেই লক্ষ্যেই তিনি মুস্তাক আলি T-20 টুর্নামেন্টে খেলার পরিকল্পনা করেছেন।

বাংলার হয়ে খেলার পরে IPL-এর জন্য প্রস্তুত হতে চান। এদিন নেটে সাবলীলভাবে ব্যাটিং করলেন। চলতি বছরে বিশ্বকাপ রয়েছে। সেই দলে সুযোগ পাওয়া যাবে না বুঝতে পারছেন। নিজেকে প্রস্তুত করার সুযোগ নেই ঋদ্ধিমানের কাছে। তাই তিনি বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারতীয় দলের সূচিতে চোখ রাখছেন। তবে কোনও তাড়াহুড়ো করতে চান না। জাতীয় দলে সুযোগ পেতে ভাল পারফরম্যান্স করে নির্বাচকদের চোখে পড়তে চান। বাংলার তারকা উইকেটরক্ষক মনে করেন পারফরম্যান্স করতে থাকাটাই তাঁর কাজ।

ABOUT THE AUTHOR

...view details