পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহিলা IPL ভারতের জাতীয় দলের গভীরতা বাড়াবে : স্মৃতি মান্ধানা - মহিলা টি-20 চ্যালেঞ্জ

মহিলা টি-20 চ্যালেঞ্জ বা মহিলা IPL খেলা শুরু হবে 4 নভেম্বর ৷ তিন দলের খেলা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৷ চলবে 9 নভেম্বর পর্যন্ত ৷ মহিলা বিগ ব্যাশ লিগের সঙ্গে দিনক্ষণ নিয়ে সমস্যা হলেও BCCI এই টুর্নামেন্ট করাতে বদ্ধ পরিকর ছিল ৷

Smriti Mandhana
Smriti Mandhana

By

Published : Oct 31, 2020, 8:18 PM IST

দিল্লি, 31 অক্টোবর : ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উচ্ছসিত ৷ সামনের মাসে আরব আমিরশাহিতে বসতে চলেছে মহিলা IPL ৷ টুর্নামেন্টে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানাকেও ৷

মহিলা টি-20 চ্যালেঞ্জ বা মহিলা IPL খেলা শুরু হবে 4 নভেম্বর ৷ তিন দলের খেলা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৷ চলবে 9 নভেম্বর পর্যন্ত ৷ মহিলা বিগ ব্যাশ লিগের সঙ্গে দিনক্ষণ নিয়ে সমস্যা হলেও BCCI এই টুর্নামেন্ট করাতে বদ্ধ পরিকর ছিল ৷

BCCI-এর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান স্মৃতি ৷ ট্রেলব্লেজার্স দলের অধিনায়ক আশাবাদী নিকট ভবিষ্যতে সম্পূর্ণ মাত্রায় মহিলা IPL খেলা হবে ৷ এছাড়া এই টুর্নামেন্টটি ভারতীয় জাতীয় দলের গভীরতা আরও বাড়াবে বলেও তাঁর মত ৷

তিনি বলেন, ‘‘আমি শুরুতে 8 দলের IPL-এর কথা বলছি না ৷ সেটা BCCI চিন্তা-ভাবনা করবে ৷ আমি 5-6টি দল নিয়ে শুরু করার কথা বলছি ৷ যেভাবে মহিলা ক্রিকেট সাড়া পাচ্ছে সেটা দারুন ৷ শেষ বছর সুরাটে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলেছিলাম ৷ সেখানে ভারা স্টেডিয়াম দেখেছিলাম ৷ গত বছর মহিলা টি-20 চ্যালেঞ্জ কাপ স্টেডিয়ামে বহু লোকে দেখেছিল ৷ আমরা ফাইনালে দেখেছি, পরিবেশটি ছিল দেখার মতো ৷’’

স্মৃতি মান্ধানা ICC টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা নিয়েও কথা বলেন ৷ তাঁর কথায় এটি মানসিক ব্যাপার ৷ 2017 মহিলা বিশ্বকাপে ভারত ফাইনাল খেলে, 2018 সালের মহিলা টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল ও চলতি বছরের প্রথম দিকে মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলে ৷ কিন্তু সবক্ষেত্রেই ভারতকে হারের শিকার হতে হয় ৷ স্মৃতির কথায় দল অত্যধিক চাপ নিয়ে নেওয়ায় মাঠে পারফর্ম করতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details