দিল্লি, 3 জুন: বলে পালিশ থাকলেই হবে ৷ তাহলে স্যালাইভার ব্যবহার ছাড়াই রিভার্স সুইং করতে পারবেন ভারতীয় পেস ব্যাটারি মহম্মদ শামি ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম চ্যাটে এমনটাই জানিয়েছেন তিনি ৷
কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷ ভারতীয় দলের পেস ব্রিগেডের অন্যতম অস্ত্র মহম্মদ শামির কী মত ? ইনস্টাগ্রাম লাইভ সেশনে শামি বলেছেন, "সমস্যা একটু হবে ৷ কারণ ছোটোবেলা থেকে বল থুতু দিয়ে পালিশ করতে অভ্যস্ত ৷ ফাস্ট বোলারদের এটা একটা অভ্যাস ৷ তবে শুকনো বলের পালিশ ঠিক থাকলে রিভার্স সুইং করবেই ৷"