পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিটল মাস্টার 47, ফিরে দেখা ক্রিকেট জার্নির এক ঝলক - ভারতরত্ন সচিন

দীর্ঘ 24 বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের চাপ বহন করেছেন ৷ ফিরে এসেছেন টেনিস এলবোকে হারিয়ে ৷ তাঁর 47 তম জন্মদিনে ফিরে দেখা তার জার্নির ঝলক ৷

image
সচিন

By

Published : Apr 24, 2020, 10:39 AM IST

মুম্বই, 24 এপ্রিল: 47 -এ পা দিলেন মাস্টার ব্লাস্টার ৷ ভারতরত্ন সচিন তেন্ডুলকরের আজ 47 তম জন্মদিন ৷ তবে হবে না উদযাপন৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে যাঁরা লড়ছেন, তাঁদের সম্মান জানাতে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে সকাল থেকেই ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় ভাসতে থাকেন তিনি ৷ 24 বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের চাপ বহন করেছেন ৷ ফিরে এসেছেন টেনিস এলবোকে হারিয়ে ৷ তাঁর 47 তম জন্মদিনে ফিরে দেখা তাঁর জার্নির ঝলক ৷

1973 সালে 24 এপ্রিল তৎকালীন বোম্বেতে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সচিন তেন্ডুলকরের ৷ বাড়ির চার সন্তানের মধ্যে সচিন ছিলেন সবথেকে ছোটো ৷ তাঁর বাবা রমেশ তেন্ডুলকর একজন লেখক ও শিক্ষক ছিলেন ৷ তাঁর মা LIC-তে কাজ করতেন ৷

পরিবারের প্রিয় সঙ্গীত পরিচালক এসডি বর্মণের নামানুসারে তাঁর নামকরণ করা হয় ৷ ছাত্র হিসেবে সচিন কখনই মেধাবী ছিলেন না ৷ কিন্তু দুরন্ত অ্যাথলিট ছিলেন ৷ 11 বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি ৷ কিছুদিনের মধ্যেই তাঁর প্রতিভার দ্যুতি ছড়াতে থাকেন ৷ মাত্র 14 বছর বয়সে স্কুল ম্যাচে বিনোদ কাম্বলির সঙ্গে 664 রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড গড়েন তিনি ৷ ক্রমশ স্কুল ক্রিকেটে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে ৷

এর কিছুদিন পরই 15 বছরের সচিন প্রথম শ্রেণির ক্রিকেটে বোম্বের হয়ে তাঁর অভিষেক ম্যাচেই শতরান করেন মাস্টার ব্লাস্টার ৷ এর ঠিক 11 মাসের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের ৷ 1990 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম শতরান করেন তিনি ৷ ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে শতরানের নজির গড়েন সচিন ৷ 1992 সালে অস্ট্রেলিয়াতে দুটি শতরান করেন মাস্টার ব্লাস্টার ৷ তার মধ্যে একটি পার্থের বাউন্সি পিচে ৷

সচিন

ধীরে ধীরে নিজেকে ভারতীয় ক্রিকেটের চূড়ায় নিয়ে যান তিনি ৷ এর পর 24 বছর আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ক্রিকেট ঈশ্বর ৷ ভেঙেছেন অগণিত রেকর্ড ৷ শতরানের পর শতরান সহ একাধিক রেকর্ড গড়েছেন সচিন ৷ স্বয়ং ডন ব্যাডম্যান প্রশংসা করে বলেছিলেন,‘‘এই ছেলেটা অনেকটা আমার মতো খেলে’’ ৷ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে প্রথম দ্বিশতরানও তো আসে ক্রিকেট ভগবানের হাত ধরেই ৷

নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ ৷ রয়েছে একাধিক নজিরও ৷ বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানও সচিনের রেকর্ড বুকে ৷ এছাড়া একটা সিরিজ়ে সর্বোচ্চ রান করার কৃতিত্বও সচিনের ৷

200টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ 51টি শতরান, 6টি দ্বিশতরান ও 68টি অর্ধশতরানে ভর করে রেকর্ড 15921 রান করেছেন লিটিল মাস্টার ৷ ওয়ানডে ক্রিকেটেও একই কিতৃত্ব দেখিয়েছেন আধুনিক ক্রিকেটের ডন ৷ 463টি ওয়ানডে ম্যাচে 18426 রান করেছেন তিনি ৷ আছে 49টি শতরান ও 96টি অর্ধশতরান ৷

ভারতরত্ন সচিন

1994 সালে ক্রিকেটে সাফল্যের জন্য অর্জুন সম্মানে ভূষিত হন সচিন ৷ 1999-এ পদ্মশ্রী, 2008 সালে পদ্মবিভূষণ ও 2014 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন আধুনিক ক্রিকেটের ডন ৷ এছাড়া 2010 সালে ICC ক্রিকেটার অফ দা ইয়ারেও ভূষিত হন মাস্টর ব্লাস্টার ৷

সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ক্রিকেটের সর্বোচ্চ শৃঙ্গে, সচিনের ক্রিকেট জার্নির আছে আরও বহু ইতিহাস ৷ 2003 বিশ্বকাপ চলাকালীন বাবাকে হারান সচিন ৷ তবে ভেঙে পড়েননি মাস্টার ৷ 2011 সালে কাঙ্খিত বিশ্বকাপ জয় করেন তিনি ৷ আজ সচিনের 47 তম জন্মদিব ৷ সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি ৷ মাস্টারের জন্য রইল অনেক শুভেচ্ছা ৷

ABOUT THE AUTHOR

...view details