শারজা, 27 অক্টোবর : পরপর হারে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যেতে বসেছিল কিংস ইলেভেন পঞ্জাব । টুর্নামেন্টের শুরুর দিকের কিংসদের সঙ্গে এখনকার টিমের আকাশপাতাল তফাৎ । গতকাল কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে পরপর পাঁচ ম্যাচে জয় পেল লোকেশ রাহুলরা । এই জয়ে নাইটদের হটিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ নম্বরে উঠে এসেছে তারা । স্বভাবতই এই পারফরম্যান্সে খুশি অধিনায়ক লোকেশ রাহুল । সোমবার শারজায় নাইটদের বিরুদ্ধে জয়কে "ইতিবাচক ক্রিকেট" বলে মন্তব্য করেছেন তিনি ।
রাহুল বলেছেন, "আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাইছিলাম । বিশ্বাস ছিল, পরিস্থিতি একদিন আমাদের দিকে ঘুরবেই । যে পাঁচটা ম্যাচ জিতলাম তাতে পুরো টিমের সহযোগিতা রয়েছে । প্রতিটি ম্যাচেই কোনও একজন তাঁর সবটা দিয়ে খেলছেন ।" ওপেনার মনদীপ সিংয়ের কথা আলাদা কর শোনা গেছে অধিনায়কের গলায় । গত শুক্রবার বাবাকে হারিয়েছেন মনদীপ । স্বজনহারানোর কষ্ট বুকে চেপেই দলের হয়ে অবদান রাখলেন । গতকাল শারজায় KKR-এর বিরুদ্ধে 66 বলে অপরাজিত 56 রানের ইনিংস খেললেন । দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মনদীপ । তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করে রাহুল বলেছেন, "ওঁর খেলা আমাদের সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে । খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে । দলকে জিতিয়ে ওঁ আমাদের এবং ওঁর বাবাকে গর্বিত করেছেন ।"