পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

উইলিয়ামস আমাকে ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে : রয় কৃষ্ণ - win over jamshedpur fc

‘‘ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড় । ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে ৷" বক্তা রয় কৃষ্ণ ৷ জামশেদপুর FC -র বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক কৃষ্ণ ৷ তবে তা নিয়ে আত্মতুষ্ট নন তিনি ৷ ব্যক্তিগত নয়, দলের ভালো খেলার উপর জোর তাঁর ৷

সেরা রয় কৃষ্ণ

By

Published : Nov 11, 2019, 8:28 AM IST

কলকাতা, 11 নভেম্বর : চার ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ISL -র পয়েন্ট টেবিলে সবার উপরে ATK ৷ শেষ তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে দ্বিতীয় স্থানে থাকা গোয়া FC -র থেকে 1 পয়েন্টে এগিয়ে টিম হাবাস ৷ 4 ম্যাচে স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে 10 টি গোল ৷ আর এই গোলের নেপথ্যে দুই অভিন্ন হৃদয় বন্ধু ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ ও অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়ামস ৷ অস্ট্রেলিয়ার A লিগের ওয়েলিংটন ফোনেক্সের প্রাক্তন দুই স্ট্রাইকার এখন ফুল ফোটাছেন ISL -র লাল-সাদা জার্সিতে ৷

ISL -র সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে আছেন ATK -র তিন স্ট্রাইকার ৷ রয়েছেন রয় কৃষ্ণও ৷ ইতিমধ্যেই 3টি গোল করেছে ৷ ও একটি গোলে সাহায্য করেছেন ৷ তবে এই সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না ফিজিয়ান স্ট্রাইকার ৷ তাঁর এই সাফল্য বন্ধু ডেভিড উইলিয়ামসের সঙ্গে ভাগ করে নিতে চান ৷

জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত রয় কৃষ্ণ

ডেভিড তাঁকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন বলে জানালেন রয় কৃষ্ণ ৷ তবে ব্যক্তিগত সাফল্যের থেকে দলের জয়ে ভূমিকা নিতে পেরে তিনি খুশি ৷ ATK -র জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর কৃষ্ণ ইতিমধ্যেই হিরো অফ দা মান্থের পুরস্কার পেয়েছেন ৷ গত মরশুমে ওয়েলিংটনের জার্সি গায়ে কৃষ্ণ ও উইলিয়ামস জুটি 29 টি গোল করেছিলেন ৷ এবার ISL -এ লাল-সাদা জার্সিতে ৷ তবে দল বদলালেও তাঁদের স্কোরিং বুটের চরিত্রের বদল হয়নি ৷

ট্রফি হাতে উইলিয়ামস

শেষ ম্যাচে জামশেদপুর FC বিরুদ্ধে দুটি গোল করেছেন কৃষ্ণ, একটি গোল করতে সাহায্যও করেছেন ৷ তবে তা নিয়ে আত্মতুষ্ট নন তিনি ৷ তাঁর মতে, ‘‘এখনও পর্যন্ত আমরা ভালো খেলছি । একজন স্ট্রাইকার হিসেবে গোল করা আমার কাজ । তবে আমাদের দলের রক্ষণভাগ প্রয়োজনীয় সময়ে ভালো ফুটবল খেলেছে । তাই জয়ের কৃতিত্ব শুধু আমার নয়, সকলের ৷’’ তিনি আরও যোগ করেন, ‘‘ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড় । ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে ৷" ISL -এ জয়ের ধারা ধরে রাখতে চান কৃষ্ণ ৷ তাই ভালো ফুটবল সমর্থকদের উপহার দেওয়ার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details