দিল্লি, 8 নভেম্বর : হোয়াইট হাউজ়ের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের হার নিয়ে মজার টুইট করলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ট্রাম্পকে "চাচা" বলে উল্লেখ করেছেন তিনি ৷ বীরু বলছেন, ট্রাম্পের কমেডি তিনি মিস করবেন ৷
"চাচার কমেডি মিস করব", ট্রাম্পের হারে টুইট বীরুর - চাচা কি কমেডি
ট্রাম্পকে "চাচা" বলে উল্লেখ করেছেন বীরেন্দ্র শেহওয়াগ ৷
শুধু ক্রিকেট নয়, বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিয়ে টুইট করেন দেশের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ বীরুর বেশিরভাগ টুইটেই থাকে মজার ছোঁয়া ৷ তাই টুইটার ব্যবহারকারীদের কাছে বীরুর টুইটগুলি খুব পছন্দের ৷ অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়েও টুইট করলেন সেহওয়াগ ৷ ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে সেহওয়াগ লিখেছেন, "আমাদের একই আছে ৷ তবে চাচার কমেডি মিস করব ৷"
এদিকে অ্যামেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্রীড়া জগতেরও শুভেচ্ছা পেয়েছেন ৷ অ্যামেরিকান ফুটবলার মেগান ব়্যাপিনো, NBA সুপারস্টার লেব্রন জেমস শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটে শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার ৷