পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতীয় দলের কিপিংয়ের দস্তানা ? - সঞ্জু স্যামসন

বর্তমানে ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটসম্যানের ছড়াছড়ি ৷ যা টিম ম্যানেজমেন্টের কাছে একটি ভালো মাথাব্যথা ৷ টি-20 ক্রিকেটে ভারতের হয়ে বা আইপিএলে দাগ কেটেছেন বেশ কয়েকজন উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷

কার হাতে থাকতে পারে ভারতীয় দলের কিপিংয়ের দস্তানা ?
কার হাতে থাকতে পারে ভারতীয় দলের কিপিংয়ের দস্তানা ?

By

Published : Mar 20, 2021, 10:06 PM IST

মুম্বই, 20 মার্চ : হাতে মাত্র আর কয়েকটা মাস ৷ তার পরই বসতে চলেছে 2021 টি-20 বিশ্বকাপের আসর ৷ কিন্তু আসন্ন এই বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষকের দায়িত্বে কে থাকবেন, তা কিন্তু নিশ্চিত নয় এখনও ৷ তালিকায় আছে একাধিক নাম ৷ তবে দেখে নেওয়া যাক কার পাল্লা ভারী ৷

বর্তমানে ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটসম্যানের ছড়াছড়ি ৷ যা টিম ম্যানেজমেন্টের কাছে একটি ভালো মাথাব্যথা ৷ টি-20 ক্রিকেটে ভারতের হয়ে বা আইপিএলে দাগ কেটেছেন বেশ কয়েকজন উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷ কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দাগ কেটেছেন তাঁরা ৷

ভারতীয় দলে প্রথম একাদশে উইকেট রক্ষক হিসেবে খেলার জন্য সবার উপরে আছেন ঋষভ পন্থ ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতিক টেস্টে তাঁর ব্যাটিং ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে ৷ ব্যাট হাতে ভালো পারফরমেন্স তাঁকে চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ভারতীয় দলে জায়গা করে দিয়েছে ৷ উইকেট রক্ষক ব্যাটসম্যানদের দৌড়ে সবার সামনে আছেন তিনি ৷ তবে তাঁকে কিপিংয়ে আরও উন্নতি করতে হবে ৷

ঋষভ পন্থ

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে শেষ কয়েক মরশুমে নিজের ছাপ ছেড়েছেন সঞ্জু স্যামসন ৷ তাঁর পারফরমেন্সের উপর ভিত্তি করে গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 আন্তর্জাতিক সিরিজ়ে দলে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ কিন্তু সেখানে ভাল পারফর্ম করতে না পারায় ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা অর্জন করতে পারেননি ৷ তবে ভারতীয় পিচে দ্রুত রান তোলার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার ৷ তাই বলাই যায়, উইকেট রক্ষকের দৌড়ে তিনিও আছেন ৷

সঞ্জু স্যামসন

বেশ কয়েক মাস টি-20 ক্রিকেটে ভারতের সেরা ক্রিকেটার ধরা হয় লোকেশ রাহুলকে ৷ যদিও চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ তিনি ৷ তবে শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পিছনেও সমান সাবলীল তিনি ৷ পন্থ দলের বাইরে থাকাকালীন তিনিই ছিলেন ভারতীয় দলের নিয়মিত উইকেট রক্ষক ৷ তিনি ব্যাটসম্যান হিসেবে হয়ত ভারতীয় দলে থাকবেনই, তবে দেখার উইকেট রক্ষণের ভূমিকায় তাঁকে দেখা যায় কিনা ৷

লোকেশ রাহুল

আরও পড়ুন : নিয়মে বদল চান ক্রিকেটাররা, কী এই সফট সিগন্যাল ?

তবে উইকেট রক্ষকের ইঁদুর-দৌড়ে দারুণভাবে নিজেকে মেলে ধরেছে ঈশান কিষাণ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে নির্বাচকদের নজরে এসেছেন ৷ শেষ আইপিএল মরশুমেও ব্যাট হাতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ৷ খেলেছেন কয়েকটি অসাধারণ ইনিংস ৷ তাই তিনিও যে এক দাবিদার তা বলাই যায় ৷

ঈশান কিষাণ

ABOUT THE AUTHOR

...view details