পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌরভ যা করেন এক নম্বর হওয়ার জন্যই করেন : ডোনা - Dona Ganguly

খুব কাছ থেকে একান্তভাবে কিংবদন্তি মানুষটিকে দেখার সুযোগ হয়েছে । খুব কাছ থেকে দেখার নিরিখে, উপলব্ধি করার ভিত্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে ডোনা গঙ্গোপাধ্যায়ের বিশ্লেষন,"ভীষণ ঘরোয়া ।"

image
সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Jul 8, 2020, 7:42 PM IST

Updated : Jul 8, 2020, 9:24 PM IST

কলকাতা, 8 জুলাই : সকাল থেকেই বাড়ির সামনে ভিড় জমতে দেখেছেন । গঙ্গোপাধ্যায় পরিবারে আসার পর থেকে সৌরভকে নিয়ে উন্মাদনা তাঁর গা সওয়া হয়ে গিয়েছে । তবে খেলা ছাড়ার পরেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান BCCI সভাপতিকে ঘিরে মানুষের ভালোবাসা উপচে পড়তে দেখে তার ভালোই লাগে । তিনি ডোনা গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট প্রশাসনের একনম্বর মানুষের স্ত্রী ।

খুব কাছ থেকে একান্তভাবে কিংবদন্তি মানুষটিকে দেখার সুযোগ হয়েছে । খুব কাছ থেকে দেখার নিরিখে, উপলব্ধি করার ভিত্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে ডোনা গঙ্গোপাধ্যায়ের বিশ্লেষণ,"ভীষণ ঘরোয়া ।"

খেলোয়াড় জীবনে জন্মদিন বাড়ির বাইরে কাটানোর অভিজ্ঞতা রয়েছে । এবার গত কয়েকমাস ধরে ঘরবন্দি সকলে ৷ ‘‘এমন একটা সময় যে ঘরে থাকা ছাড়া উপায় নেই । তবে মহারাজ ঘরে থাকলেও ব্যস্ত । কখনও ফোন, কখনও ভিডিয়ো কল করে কথা বলেই চলেছে । ঘরের বাইরে বেরোচ্ছে না এটাই অন্যবারের তুলনায় তফাৎ,’’ বলছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেটার হাফ ।

48-এ পা দিলেন বোর্ড সভাপতি । সোশাল মিডিয়ায় উপচে পড়ছে সৌরভ বন্দনা । বিষয়টি চোখে পড়েছে ডোনার । সকাল থেকে গেটের বাইরে ফ্যানক্লাবের সদস্যদের অপেক্ষা করতে দেখেছেন । "জন্মদিন নিয়ে কোনও দিন মাতামাতি করতে দেখিনি । এবার তো করতেই চায়নি । তবে রাতে একটা কেক কাটা হয়েছে । ব্যস ওইটুকু," জানালেন ডোনা ।

আসলে মানুষের জীবন বাঁচানো যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে জন্মদিনের আনন্দ করার কথা সৌরভ মাথায় আনেননি । কঠিন সময়ে সবাই যখন ব্যাকফুটে তখন সৌরভ সবার কাছে অনুপ্রেরণা । সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকারে তিনি স্বয়ং বলেছেন, ফুচকা বিক্রি করতে হলেও সেখানে একনম্বর হওয়ার চেষ্টা করতেন । ‘‘ওর মধ্যে একটা পজিটিভিটি রয়েছে । সবকিছুর মধ্যেই ইতিবাচক জিনিস খুজে পায় । এটাই ওর চালিকা শক্তি,’’ বলছিলেন ডোনা । প্রায় একই সঙ্গে যোগ করলেন, ‘‘খেলার সময় দেখেছি কোনও নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দিত না । এখন ক্রিকেট প্রশাসনে । সেখানেও সবসময় ইতিবাচক । আরেকটা বিষয় খুব দ্রুত গভীরভাবে শিখে নিতে পারে । শিখে নেওয়ার পর একনম্বর হওয়ার চেষ্টা করে ।’’

মানুষটি যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন ওকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তেই থাকে । মিসেস গঙ্গোপাধ্যায় বলছেন চাপ সামলানো সৌরভের সহজাত । এখন দুটো প্রশ্ন ঘুরছে, এক, ICC-র সভাপতি, দুই রাজনীতিতে পা রাখা । "আমি জানি না সৌরভ কী করবে । তবে যে কাজ সৌরভ করবে তা একনম্বর হওয়ার জন্য করবে, " সোজাসুজি উত্তর ডোনার ।

Last Updated : Jul 8, 2020, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details