পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অপরাজেয় বিরাট বাহিনী, বোলারদের দাপটে চূর্ণ ওয়েস্ট ইন্ডিজ় - west indies

ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপ থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা ।

ক্রিস গেইল

By

Published : Jun 27, 2019, 8:04 PM IST

Updated : Jun 27, 2019, 10:41 PM IST

ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সেমি ফাইনালের দোরগোরায় পৌঁছে গেল ভারত । আজ 269 তাড়া করতে নেমে প্রথমেই গেইলকে হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা । তারপর ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ঘুরে দাঁড়াতে পারেনি জেসন হোল্ডারের দল । আজকের ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ় ।

আরও পড়ুন : শেষ বলে ধোনির ছক্কায় 268-তে পৌঁছাল ভারত

5 ওভার শেষ হতে বাকি ছিল 2 বল । গেইলের স্কোর তখন 18 বলে 6 । ধৈর্য্য হারিয়ে মহম্মদ শামিকে মাঠের বাইরে ফেলতে গিয়ে ধরা দিলেন কেদার যাদবের হাতে । আর সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের সম্ভাবনায় নামল ধস । নিজের পরের ওভারেই সাই হোপকে ফিরিয়ে দেন গত ম্যাচে হ্যাটট্রিক নেওয়া শামি । দ্বিতীয় স্পেলে ফিরে হেটমায়ারকেও ফেরান শামি । এদিকে 28তম ওভারে জোড়া ধাক্কা দেন বুমরা । আউট করেন ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়েন অ্যালেনকে । ডান দিকে ঝাঁপিয়ে ব্র্যাথওয়েটের দুর্দান্ত ক্যাচ ধরেন মাহি ।

প্রথম স্পেলে 5 ওভার বল করে 15 রানে 2 উইকেট নেন শামি । 4 ওভার বল করে মাত্র 6 রান খরচ করেন বুমরা । বুমরা-শামির প্রথম স্পেল শেষে বল হাতে নেন পান্ডিয়া ও কুলদীপ । ওপেনিং বোলারদের চাপ ধরে রেখে বল করেন তাঁরাও । 18তম ওভারের শেষ বলে ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান পান্ডিয়া । পরের ওভারেই হেটমায়ার আউট হয়েও DRS-এর জেরে জীবনদান পান । 21তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হন নিকোলাস পুরান । এদিকে, ব্যক্তিগত 6 রান করে ফিরে যান জেসন হোল্ডারও । তাঁকে ফেরান যুজবেন্দ্র চহ্বাল ।

এর আগে নির্ধারিত 50 ওভার শেষে 268 রান করে ভারত । 72 রান করেন কোহলি । 56 রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি । আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 34.2 ওভারে 143 রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় । 125 রানে জয়ী ভারত । ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি 4, বুমরা 2টো, চহ্বাল 2টো, হার্দিক ও কুলদীপ একটি করে উইকেট নেন ।

Last Updated : Jun 27, 2019, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details