পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শতরান রোহিত-রাহুলের, ক্যারিবিয়ানদের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা ভারতের - ভারত ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ

বিশাখাপটনমে বড় রানের পথে ভারত ।

cricket
ছবি

By

Published : Dec 18, 2019, 1:28 PM IST

Updated : Dec 18, 2019, 5:30 PM IST

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : বিশাখাপটনমে শতরান করলেন ভারতের দুই ওপেনারই ৷ ওপেনারদের শতরান ও শেষ দিকে শ্রেয়স, ঋষভের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে জেতার জন্য 388 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷

বিশাখাপটনমে দ্বিতীয় একদিনের ম্যাচ

আজ বিশাখাপটনমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ় ৷ ভারতীয় দলে আজ একটি পরিবর্তন হয়েছে ৷ শিবম দুবে বাদ পড়েছেন ৷ দলে এসেছেন শার্দুল ঠাকুর ৷

আজ প্রথমে ব্যাট করতে নামে 227 রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি ৷ লোকেশ রাহুল করেছেন 102 রান ৷ হিটম্যানের সংগ্রহ 159 রান ৷ ভারতের স্কোর নির্ধারিত 50 ওভারে 5 উইেকেটের বিনিময়ে 387 ৷

কোহলি টসের আগে বলেছিলেন, ব্যাটিং সহায়ক পিচ এটি ৷ তাঁর নেতৃত্বে এই ম্যাচ জয়ের লক্ষ্যে নেমেছে মেন ইন ব্লুরা ৷

এদিকে টসের আগেই কিয়েরন পোলার্ড বলেছিলেন, জিতলে ওয়েস্ট ইন্ডিজ় বোলিংই নেবে ৷ হলও তাই ৷ চিপকের মতোই এই মাঠেও টসে জিতল তারা ৷ ওয়েস্ট ইন্ডিজ দলে আজ দুটি পরিবর্তন হয়েছে । এসেছেন ইভিন লিউইস ও খারি পিয়ের । বাদ পড়েছেন সুনীল অ্যামব্রিশ ও হেডেন ওয়ালশ জুনিয়র ।

Last Updated : Dec 18, 2019, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details