পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাইটহুড পাচ্ছেন ক্লাইভ লয়েড - clive Llyod

1975 ও 1979 সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ় দলের অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েড ৷ টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর ৷ 110টি টেস্টে 46.7 গড়ে 7515 রান করেছেন তিনি ৷

image
ক্লাইভ লয়েড

By

Published : Dec 28, 2019, 10:26 AM IST

Updated : Dec 28, 2019, 11:31 AM IST

লন্ডন, 28 ডিসেম্বর : নাইটহুড পেতে চলেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক ক্লাইভ লয়েড ৷ একই সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন সদস্যকেও সম্মানিত করা হচ্ছে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স, স্যার এভারটন উইকস ও স্যার ভিভ রিচার্ডস এর আগে নাইটহুড পেয়েছেন । এবার তাঁদের সঙ্গে একই আসনে বসতে চলেছেন লয়েড ৷

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের তরফে বিষয়টি জানিয়ে আজ টুইট করা হয়েছে । টুইটে লেখা হয়েছে, ‘‘অ্যারাইজ় স্যার ক্লাইভ । ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটে তাঁর অবদানের জন্য নাইটহুড পেতে চলেছেন কিংবদন্তি ক্লাইভ লয়েড ।’’

22 বছর বয়সে টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক হয়েছিল লয়েডের ৷ 110টি টেস্টে 7515 রান করেছেন লয়েড ৷ গড় 46.7 । এছাড়া 87টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 1977 রান করেছেন ৷ 1975 ও 1979 সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ় দলের অধিনায়ক ছিলেন তিনি ৷ লয়েড ছাড়াও চলতি বছরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের ইয়ন মরগ্যান, বেন স্টোকস, জো রুট, ও জস বাটলারকেও সম্মানিত করা হচ্ছে । মরগ্যান ও স্টোকসকে যথাক্রমে কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ও অফিসার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে সম্মানিত করা হচ্ছে । রুট ও বাটলার পাচ্ছেন মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ।

Last Updated : Dec 28, 2019, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details