পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL -এর জন্য ICC-র দিকে তাকিয়ে আছি : সৌরভ - কলকাতা

ICC যদি টি-20 বিশ্বকাপ আয়োজন তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর হবে না । আর যদি বাতিল করে তাহলে হওয়ার সম্ভবনা আছে । ভারতের জন্য একটা উইন্ডো খুলবে । তবে কোরোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে । IPL নিয়ে এমনই জানালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷

image
সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Jul 8, 2020, 9:27 PM IST

কলকাতা, 8 জুলাই : জন্মদিন বলে রুটিনে কোনও বদল হয়নি । বরং পুরো দিন অফিসের কাজে ডুবে ছিলেন । মাঝে জিম করেছেন । শরীরচর্চার বহুদিনের অভ্যাস, জন্মদিনেও বাদ পড়েনি । 48তম জন্মদিনে তাকে সবাই অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন ।

সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ কাইফ, হরভজন সিং, যুবরাজ সিং সকলেই তাদের প্রিয় দাদাকে অভিনন্দন জানিয়েছেন । বাড়িতে অন্যান্যবারের তুলনায় ভক্তদের ভিড় কম । তবে তাতে অবাক হননি ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট । বীরেন রায় রোডের গলির শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিস । গলির শেষে তার বাড়ি মা চন্ডী ভবন । দিনের শেষে অফিসের নিচে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘এখন সবাইকে সাবধানে থাকতে হবে । খুব সাবধানে থাকতে হবে । মানে যতটুকু সাবধানে থাকা যায় আর কী ।’’

নিজের জন্মদিন নিয়ে একটি বিশেষ শব্দ ব্যয় ক‍রতে রাজি হননি । " অঙ্গিকার একটাই, সবাইকে সুস্থ থাকতে হবে । আবহওয়া খুব খারাপ । সাবধানতা অবলম্বন করেও তো কোরোনা হয়ে যেতে পারে । কারও হাতে কিছু নেই । কোনও কিছুই কন্ট্রোলে নেই । যতটুকু সাবধানে থাকা যায় ততটাই থেকতে হবে," বলছেন সৌরভ ।

জন্মদিনে অনেক দিন পরে বাড়িতে কাটালেন । চিরকালই পারিবারিক মানুষ । এ বছর বাড়ির লোকেরা আরও বেশি করে তাঁকে পাচ্ছেন । জানালেন,"কেক কাটা হয়েছে । অফিসে কাটা হয়েছে, বাড়িতে কাল রাতে হয়েছে, আজ সকালেও হয়েছে ।"

প্রায় চার মাস পরে বাইশগজে বল গড়াচ্ছে । সৌরভ বলছেন,"আমি দেখার জন্য বসে আছি । জুলাই মাসে ভারতে সেভাবে ক্রিকেট হয় না । তবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্টটা যদি ভালোভাবে হয়, পাকিস্তানের সঙ্গে খেলা যদি হয় তাহলে আশা বাড়বে ।" কিন্তু IPL-এর ভবিষ্যৎ কোন পথে ? "ICC যদি টি-20 বিশ্বকাপ করে তাহলে হবে না । আর যদি বাতিল করে তাহলে হবে । ভারতের জন্য একটা উইন্ডো খুলবে । তবে কোরোনা পরিস্থিতি দেখতে হবে । এতগুলা খেলোয়াড় থাকবে তো । দেখা যাক কী হয়," বলছেন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট ।

ABOUT THE AUTHOR

...view details