চেন্নাই, 4 এপ্রিল : তাঁর নিজের নামেও অভিনবত্ব রয়েছে ৷ 22 গজে পারফরম্যান্স ছাড়া একটা সময় পর্যন্ত নামের জন্য কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ এবার নিজের পোষ্যের নাম রাখা নিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি ৷ গতবছর অস্ট্রেলিয়ায় গাব্বা টেস্টে অভিষেক হয়েছিল সুন্দরের ৷ তাই নিজের পোষা কুকুরের নাম 'গাব্বা' রাখলেন তিনি ৷
বর্ডার গাভাসকর সিরিজে চোটের কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর চোটের সুযোগে সাদা জার্সিতে অভিষেকের সুযোগ হয় নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা ওয়াশিংটন সুন্দরের ৷ গাব্বার মাঠে সপ্তম উইকেটে শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন ৷ গাব্বায় অভিষেক টেস্টে অর্ধশতরান হাঁকান ওয়াশিংটন ৷ গাব্বায় অস্ট্রেলিয়ার অপরাজিত তকমা ভাঙতে সুন্দরের অবদান ছিল অনেকটাই ৷ এই স্বপ্নের অভিষেককে স্মরণীয় করে রাখতে নিজের পোষ্যের নাম রাখলেন সুন্দর ৷