পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আশা করব চিন শুধরে যাবে, টুইট সেহওয়াগের - ভারত-চিন সীমান্ত সমস্যা

লাদাখ সীমান্তে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে টুইট দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটরা ।

চিনকে শোধরানোর পরামর্শ দিলেন সেহওয়াগ, সমবেদনা ধাওয়ানেরও
চিনকে শোধরানোর পরামর্শ দিলেন সেহওয়াগ, সমবেদনা ধাওয়ানেরও

By

Published : Jun 17, 2020, 8:28 AM IST

দিল্লি, 17 জুন: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান ৷ তাঁদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিনকে শোধরানোর পরামর্শও দেন তিনি ৷

সোমবার রক্তাক্ত হয়েছে লাদাখের গালওয়ান উপত্যকা ৷ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ প্রথমেই মৃত্যু হয়েছিল দেশের এক সেনা অফিসার সহ দুই জওয়ানের ৷ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আহত আরও 17 জন জওয়ানেরও পরে মৃত্যু হয় ৷ এই ঘটনায় টুইটে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ৷

শহিদ কর্ণেল সন্তোষবাবুর ছবি পোস্ট করে বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, "গালওয়ান উপত্যকায় সংঘর্ষে কর্ণেল সন্তোষবাবুর আত্মত্যাগকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই ৷ আশা করব চিন শুধরে যাবে ৷"

শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন শিখর ধাওয়ানও ৷ শহিদ জওয়ানদের ছবি পোস্ট করে তিনি লেখেন, "তোমাদের এই আত্মত্যাগ দেশ কখনও ভুলবে না ৷ শহিদদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল ৷ তোমাদের সাহসকে কুর্নিশ জানাই ৷ জয় হিন্দ ৷"

ABOUT THE AUTHOR

...view details