দিল্লি, 17 জুন: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছেন 20 ভারতীয় জওয়ান ৷ তাঁদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ শ্রদ্ধা জানানোর পাশাপাশি চিনকে শোধরানোর পরামর্শও দেন তিনি ৷
সোমবার রক্তাক্ত হয়েছে লাদাখের গালওয়ান উপত্যকা ৷ ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ প্রথমেই মৃত্যু হয়েছিল দেশের এক সেনা অফিসার সহ দুই জওয়ানের ৷ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আহত আরও 17 জন জওয়ানেরও পরে মৃত্যু হয় ৷ এই ঘটনায় টুইটে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ৷