আবু ধাবি, 9 নভেম্বর : IPL-এর 12 বছরের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি ৷ যা হল আরব আমিরশাহীতে ৷ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম IPL-এর ফাইনালে পা রেখেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজ়ি ৷ হারের ভ্রুকুটি সরিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে 17 রানে হারিয়ে বাজিমাত করেছে শ্রেয়াস আইয়াররা ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় ছেয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ ক্রিকেট অনুরাগী, প্রাক্তন খেলোয়াড় থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেই দিল্লির রোড টু ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ৷
একটা সময় নিজেও দিল্লি ক্যাপিটালস (তখনকার দিল্লি ডেয়ারডেভিলস) -এর সদস্য ছিলেন ৷ তাই পুরানো টিমের সাফল্যে উচ্ছ্বসিত বীরেন্দ্র সেহওয়াগ ৷ ফাইনালের ওঠার পর দিল্লিকে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে ৷ টুইটারে বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর ছবির জনপ্রিয় গান "অ্যায়সা পহেলি বার হুয়া হ্যায় 17-18 সালো মে"-র একটি মিম শেয়ার করেছেন বীরু ৷ 13 বছরে প্রথমবার দিল্লির IPL-এ পা দেওয়া বোঝাতেই এই মিম ৷ পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, "ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা ৷ IPL-এর একমাত্র সক্রিয় দল যারা কখনও IPL ফাইনাল খেলেনি ৷ এবার তারাই ফাইনালে জায়গা করে নিয়েছে ৷ 2020 বছরটা আরও অনেক কিছু দেখাবে ৷"