পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গেইলকে টি-20 ফরম্যাটের "ব্র্যাডম্যান" বললেন সেহওয়াগ - সেহওয়াগ গেইল

গত শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফসকান । সেদিনই আবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 1000টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেন ।

গেইলকে টি-20 ফরম্যাটের "ব্র্যাডম্যান" অ্যাখ্যা দিলেন সেহওয়াগ
গেইলকে টি-20 ফরম্যাটের "ব্র্যাডম্যান" অ্যাখ্যা দিলেন সেহওয়াগ

By

Published : Nov 1, 2020, 10:20 AM IST

দিল্লি, 1 নভেম্বর : বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন ক্রিস গেইল । এই 41 বছর বয়সেও টি-20 ফরম্যাটে গেইলে ব্যাট থেকে হচ্ছে রানের বর্ষণ । রাজস্থানের বিরুদ্ধে শেষ IPL ম্যাচে খেলেছিলেন 99 রানের ইনিংস । কুড়ি বিশে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে মাইলস্টোন গড়েছেন । তাই গেইলকে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করে ফেললেন বীরেন্দ্র সেহওয়াগ । গেইলকে টি-20 ফরম্যাটের "ব্র্যাডম্যান" অ্যাখ্যা দিয়েছেন তিনি ।

কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে চলতি IPL-এ ক্রিস গেইলের পারফরম্যান্স নজরকাড়া । গত শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফসকান । সেদিনই আবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 1000টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলেন । তারপর থেকেই প্রশংসায় ভাসছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান । বাদ যাননি বীরেন্দ্র সেহওয়াগও । জাতীয় দলের এই প্রাক্তন বিধ্বংসী ওপেনার টুইটারে লেখেন, "ক্রিস গেইল টি-20র ব্যাডম্যান । কোনও সন্দেহ নেই যে গেইল হচ্ছে এই ফরম্যাটে সর্বকালের সেরা । এন্টারটেইনমেন্টের বাপ ।"

আরও পড়ুন :মরুদেশে 41-এর গেইলের বিশ্বরেকর্ড, কুড়ি-বিশে হাঁকালেন হাজার ছক্কা

টি-20তে সর্বাধিক ছক্কার তালিকায় গেইলের পরই রয়েছেন কাইরন পোলার্ড । 524টি ম্যাচে তাঁর হাঁকানো ছয়ের সংখ্যা 690 । তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম । 370 টি ম্যাচে ম্যাককালামের হাঁকানো ছয়ের সংখ্যা 485 । প্রথম দশে একমাত্র ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা । 337টি ম্যাচে হিটম্যানের ছয়ের সংখ্যা 376 ।

ABOUT THE AUTHOR

...view details