দিল্লি, 5 নভেম্বর : আজ 5 নভেম্বর, জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৷ 32 বছর পূর্ণ করলেন দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান ৷ ক্রিকেট দুনিয়ার পাশাপাশি ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিল তাঁর অনুরাগীরাও ৷
বিরাট কোহলির জন্ম 1988 সালের 5 নভেম্বর । দিল্লির এই ডান হাতি ব্য়াটসম্য়ান বিশ্বের নজরে আসেন 2007 সালে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে ৷ যারপর 2008 সালে ভারতীয় দলে ডাক পাওয়া ৷ সেই থেকে টানা তেরো বছর ভারতীয় দলের সদস্য ৷ এরই মাঝে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের ব্য়াটন নিজের হাতে তুলে নিয়েছেন কোহলি ৷ আজ তিনি 32 পেরিয়ে 33-এ পড়লেন ৷ এই মুহূর্তে ICC-র ওয়ান’ডে ব্য়াটিংয়ে এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি ৷ 2008 সালের আগস্ট মাসে ওয়ান’ডে ফরম্য়াট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর ৷ এখনো পর্যন্ত 248টি ম্য়াচে 11867 রান করেছেন তিনি ৷ ভারতীয় টেস্ট দলের হয়ে এখনও পর্যন্ত 86টি টেস্ট ম্য়াচ খেলেছেন তিনি ৷ রান করেছেন মোট 7240, যার মধ্য়ে সর্বোচ্চ 254 রান করেছেন ভারত অধিনায়ক ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 82 ম্য়াচ খেলে 2794 রান করেছেন কোহলি ৷ পরিসংখ্য়ানে ধনী বিরাটকে তাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা ৷
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না টুইটে শুভেচ্ছে জানিয়ে লেখেন, "শুভ জন্মদিন বিরাট কোহলি ৷ আগামীদিনের সাফল্য়ের জন্য় তোমাকে অনেক শুভেচ্ছা ৷"