পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আমরা বর্বর ! অন্তঃসত্ত্বা হাতির হত্যায় তীব্র প্রতিক্রিয়া কোহলি-রোহিতদের

কেরলে গর্ভবতী হাতি খুনের প্রতিবাদে গর্জে উঠেছে দেশের ক্রীড়ামহল ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, সুনীল ছেত্রীরা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ৷

অন্তঃসত্ত্বা হাতির হত্যায় তীব্র প্রতিক্রিয়া কোহলি-রোহিতদের
অন্তঃসত্ত্বা হাতির হত্যায় তীব্র প্রতিক্রিয়া কোহলি-রোহিতদের

By

Published : Jun 4, 2020, 12:01 PM IST

মুম্বই, 4 জুন: কেউ বলছেন বর্বরোচিত কাজ ৷ কারও মতে, এটা কাপুরুষোচিত কাজ ৷ কেরালায় গর্ভবতী হাতিরকে নির্মম হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা ৷ এমন নৃশংস ঘটনায় মন ভেঙে গেছে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার ৷ ঘটনায় জড়িতদের কাপুরুষ আখ্যা দিয়েছেন মেন ইন ব্লু অধিনায়ক বিরাট কোহলি ৷

আনারসের মধ্যে বাজি পুরে খাইয়ে ছয়মাসের গর্ভবতী হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেরলে ৷ যা নিয়ে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে ৷ পশুপ্রেমিক হিসেবে পরিচিত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও চুপ করে থাকেননি ৷ ক্ষোভ ও হতাশা প্রকাশ করে টুইটে বিরাট লিখেছেন, "কেরলের ঘটনা শুনে আমি হতভম্ব ৷ পশুদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করা উচিত ৷ বন্ধ হোক এমন কাপুরুষোচিত কাজ ৷"

ওপেনার রোহিত শর্মা লিখেছেন, "আমরা বর্বর ৷ আমরা কী কখনও শিক্ষিত হতে পারব না ? কেরালায় ওই হাতিটির সঙ্গে যা ঘটেছে তা হৃদয়বিদারক ৷ পশুদের প্রতি কখনওই এমন নিষ্ঠুর আচরণ করা ঠিক নয় ৷"

প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও ৷ তাঁর টুইট, "হাতিটি গর্ভবতী ছিল ৷ কারও ক্ষতিও করেনি ৷ আশা করছি যারা এই কাজ করেছে তারা কঠিন শাস্তি পাবে ৷ আমরা কি আদৌও উন্নত প্রজাতির মানুষ ?"

ABOUT THE AUTHOR

...view details