পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনুষ্কা প্রযোজিত "পাতাল লোক" দেখে মুগ্ধ বিরাট - Virat Kohli Hails 'Pataal Lok'

লকডাউনের মধ্যে বাড়িতে বসে পুরো সিরিজ়টাই দেখে ফেলেছেন বিরাট । স্ত্রীর নতুন ভেঞ্চার নিয়ে তাই মতামত জানাতেও ভুললেন না ।

Virat kohli
Virat kohli

By

Published : May 16, 2020, 8:22 PM IST

মুম্বই, 16 মে: হাজার ব্যস্ততার মাঝেও স্ত্রী-র অভিনীত সিনেমা দেখাটা কোনওভাবেই মিস করেন না তিনি । সেই ছবি এবং অভিনয় সম্পর্কে সোশাল মিডিয়ায় মতামত জানাতেও ভোলেন না । এবার অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ় "পাতাল লোক" দেখে মুগ্ধ হলেন বিরাট কোহলি । সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনার ওয়েব সিরিজ় দেখে সোশাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারত অধিনায়ক ।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে প্রযোজনায় হাত পাকিয়েছেন অনুষ্কা শর্মা । সেইসব ছবি সিনেমাপ্রেমীদের মধ্যে বেশ সমাদৃত হয়েছে । পাতাল লোক প্রযোজনার মাধ্যমে এই প্রথম ডিজিটাল দুনিয়ায় পা রাখলেন অনুষ্কা । লকডাউনের মধ্যে বাড়িতে বসে পুরো সিরিজ়টাই দেখে ফেলেছেন বিরাট । স্ত্রীর নতুন ভেঞ্চার নিয়ে তাই মতামত জানাতেও ভুললেন না । টুইটারে লিখলেন, "একটু আগেই পুরো সিরিজ়টা শেষ করলাম । গল্প বলার দিক থেকে এটি একটি অনবদ্য সিরিজ় হতে চলেছে তা আগেই বুঝেছিলাম । চিত্রনাট্য এবং অভিনয় অসাধারণ । এখন সবার মতামত দেখে বুঝতে পারছি আমি ঠিকই ভেবেছিলাম ।" এরপর অনুষ্কার উদ্দেশে লেখেন, "এমন একটা সুন্দর সিরিজ় তৈরি করার জন্য তোমার প্রতি গর্ব অনুভব করছি ।"

লকডাউনে ক্রিকেট থেকে এখন দূরে কোহলি । বরং এই সময়টা স্ত্রী অনুষ্কার সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন । দু'জনে প্রায়ই নানান ছবি পোস্ট করে থাকেন । তার মধ্যেই পাতাল লোকের স্ট্রিমিং শুরু হয়ে গেছে । আপাতত এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি পাতাল লোকে মজে ।

ABOUT THE AUTHOR

...view details