পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গাব্বায় শার্দূল-সুন্দরের লড়াইকে কুর্ণিশ বিরাটের - শার্দূল ঠাকুর

একটা সময় 186 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল ভারত ৷ জস হ্যাজেলউডের বলে ঋষভ পন্থ আউট হতেই মুষড়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকরা ৷ সেখান থেকে দলের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর ৷

গাব্বায় শার্দূল-সুন্দরের লড়াইকে কুর্নিশ বিরাটের
গাব্বায় শার্দূল-সুন্দরের লড়াইকে কুর্নিশ বিরাটের

By

Published : Jan 17, 2021, 6:11 PM IST

মুম্বই, 17 জানুয়ারি : স্পেশালিস্ট ব্যাটসম্যানরা এক এক করে ফিরে যাচ্ছেন ৷ ক্রমাগত চাপ বাড়ছিল ভারতীয় শিবিরের উপর ৷ একসময় আড়াইশোর গণ্ডি পার করাটাই কঠিন মনে হচ্ছিল ৷ কিন্তু ব্রিসবেন টেস্টে তৃতীয় দিনের শেষে সেই চাপ অনেকটাই কাটিয়ে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুরের জুটি ৷ সপ্তম উইকেটে দু'জনে 123 রানের পার্টনারশিপ গড়ে শেষ টেস্টে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন ৷ যা দেখে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি ৷ টুইটারে দু'জনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷

একটা সময় 186 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল ভারত ৷ জস হ্যাজেলউডের বলে ঋষভ পন্থ আউট হতেই মুষড়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকরা ৷ সেখান থেকে দলের হাল ধরেন ব্রিসবেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর ৷ অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিংয়ের সামনে দু'জনেই বুক চিতিয়ে লড়াই করলেন ৷ দু'জনের ঝুলিতেই এসেছে অর্ধশতরান ৷ প্রয়োজনের সময় এই দু'জনের ভূমিকায় মুগ্ধ কোহলি ৷

টুইটারে তিনি লেখেন, "নিজের প্রতি বিশ্বাসের অপূর্ব প্রয়োগ ৷ এটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ৷ অভিষেক ম্যাচে ওয়াশিংটন অসীম ধৈর্য দেখিয়েছে ৷" এরপর মরাঠি ভাষায় শার্দূলকে অভিনন্দন জানিয়ে বিরাট লেখেন, "তুলা পারাত মানলা রে ঠাকুর ৷" অর্থাৎ তোমাকে কুর্ণিশ জানাই ঠাকুর ৷

প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও ৷ টুইটারে তিনি লেখেন, "নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দারুণ লড়েছে টিম ইন্ডিয়া ৷ শার্দূল ও সুন্দরের পার্টনারশিপ দারুণ ৷"

ABOUT THE AUTHOR

...view details