পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নয়া শিরোপা, 'ক্রিকেট বাইবেল'-এ দশকের সেরা পাঁচে কোহলি

ফের সেরার শিরোপা ৷ ‘‘তাঁর প্রতিভা দিন দিন প্রকাশ পেয়েছে ৷ 2014 সালের ইংল্যান্ড সফরের পর সম্প্রতি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল 63 ৷ 21টি শতরান ও 13টি অর্ধশতরান করেছেন তিনি ৷’’ বিরাটের সম্পর্কে এমনই মত উইজ়ডেনের ৷

image
বিরাট কোহলি

By

Published : Dec 26, 2019, 2:10 PM IST

লন্ডন, 26 ডিসেম্বর : নতুন পালক বিরাট কোহলির মুকুটে ৷ ক্রিকেটের বাইবেল অর্থাৎ উইজ়ডেনের দশকের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ঢুকে পরলেন ভারত অধিনায়ক ৷ কোহলি ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন স্টিভ স্মিথ, ডেল স্টেইন, এবি ডিভিলিয়ার্স ও অজ়ি মহিলা ক্রিকেটার এলিসে পেরি ৷

‘‘তাঁর প্রতিভা দিন দিন প্রকাশ পেয়েছে ৷ 2014 সালের ইংল্যান্ড সফরের পর সম্প্রতি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যে তাঁর ব্যাটিং গড় ছিল 63 ৷ 21টি শতরান ও 13টি অর্ধশতরান করেছেন তিনি ৷’’ বিরাটের সম্পর্কে এমনই মত ইংল্যান্ডের পত্রিকা উইজ়ডেনের ৷ একই সঙ্গে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে ক্রিকেটের তিনটি সংস্করণেই তাঁর ব্যাটিং গড় 50-র উপরে ৷

সম্প্রতি ICC একটি তথ্য প্রকাশ করে ৷ যেখানে দেখা যায় এই দশকে বিশ্বের সমস্ত ক্রিকেটারের থেকে 5775 রান বেশি করেছেন বিরাট কোহলি ৷ এমনকি 22টি আন্তর্জাতিক শতরানও তিনি বেশি করেছেন অন্য কোনও ক্রিকেটারের থেকে ৷

2019 সালে ক্রিকেটের সমস্ত সংস্করণে 2370 রান করেছেন বিরাট ৷ ব্যাটিং গড় ছিল 64.05 ৷ টানা চার বছর প্রতি বছরে 2000-র উপর রান করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি ৷

উইজ়ডেনের টেস্ট দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি ৷ একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয় উইজ়ডেনের একদিনের দলেও জায়গা করে নিয়েছেন ৷ ভারত থেকে কোহলি ছাড়াও একদিনের দলে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details