পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনিকে পিছনে ফেলে টেস্টে 'বিরাট' রেকর্ড

নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি ৷ পিছনে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷ 10 টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় তুলে নিয়ে রেকর্ড গড়লেন বর্তমান ভারত অধিনায়ক ৷

কোহলি

By

Published : Nov 16, 2019, 10:54 PM IST

ইন্দোর, 16 নভেম্বর : ধোনির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ৷ ইন্দোরের হোলকারে এক ইনিংস ও 130 রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত ৷ আর এই জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে নাম তুলে ফেললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ৷

মাত্র 3 দিনেই হোলকার টেস্ট জয় করে ভারত ৷ আর এই জয়ের পরেই 10টি টেস্ট ম্যাচে ইনিংসে জয় তুলে নিয়ে নজির গড়লেন বিরাট কোহলি ৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির 9 টি টেস্ট ম্যাচে ইনিংস জয়ের রেকর্ড ছিল ৷ যা ভারতীয়দের মধ্যে কোনও অধিনায়কের সর্বোচ্চ ৷ ইন্দোরে ধোনির সেই রেকর্ড ভাঙলেন মেন ইন ব্লুর বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ৷

মহম্মদ আজ়হারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ৷ আজ়হারের অধিনায়কত্বে 8 টি টেস্টে ইনিংসে জয় পেয়েছে ভারত ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ইনিংসে জয় লাভ করেছিলেন 7 টি টেস্ট ম্যাচে ৷

এই ম্যাচে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে গেল ভারত ৷ বর্তমানে 6 টি টেস্টের 6 টি তেই জয় লাভ করে 300 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে কোহলির ভারত ৷ 2 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details